আমাদের কথা খুঁজে নিন

   

এতটাই পছন্দ করে যে, তাড়ানোর চেষ্টাটাই বৃথা....

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... যতদিন ঢাকায় থাকি ততদিন সে আমাকে কোনভাবেই ডিষ্টার্ব করে না। ফোন বা এস এম এস করেও না। তার কথা আমার মনে ও পড়ে না, মাঝে মাঝে টিভি দেখার সময় অথবা মুভি দেখার সময় তার কথা মনে পরে। তার যত জ্বালাতন সহ্য করতে হয় আমি যখন বাড়িতে যাই। কোন ভাবেই তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারিনা।

সে ততক্ষনই আমার সাথে সাথে থাকে যতক্ষন আমি বাসায় থাকি। কতক্ষন ভাল লাগে বলুন, আমার রুমে পর্যন্ত !! একবার কি হয়েছিল....রাতে যখন রুমে ঢুকে লাইট অন করলাম তখন দেখি সে রুমের ভেতর বসে আছে। বাসার অন্য সবাই ততক্ষনে ঘুমিয়ে পড়েছে। তাকে দেখে তো আমার মাথায় বাড়ি , মেজাজটা চরম ভাবে খারাপ হল। বুঝতে পারলাম মুখের কথায় সে এখান থেকে যাবে না তাকে এখান থেকে তাড়াতে হলে কিছু উত্তম মধ্যম দিতে হবে।

দড়জার পাশেই একটা লাঠি ছিল যেইনা লাঠিখানা হাতে নিয়ে মারতে গেলাম তেমনি শুর শুর করে রুম থেকে বের হয়ে গেল। দরজা না লাগিয়েই ঘুমিয়ে পড়লাম। ভোর রাতের দিকে লক্ষ্য করলাম আমার পায়ের নিচে কিছু একটা আছে। ভয় ও লাগছিল , আবার ভাবতেছিলম কি লাগছে পায়ের মধ্যে এত নরম মসৃন ?? এইবার শোয়া থেকে উঠে বসলাম দেখি সে আমার পায়ের নিচে শুয়ে আছে। আর আমি উঠতেই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।

তার চাহনির ধরন দেখে মনে হচ্ছিল আমি যেন তার কাছে হেরে গেছি। যেই হাতটা তুল্লাম ওমনি এক লাপে বিছানা থেকে নেমে গেল। পরদিনের ঘটনা আরো জটিল..... আজ আর সে অন্ধকারে রুমের মধ্যে বসে থাকেনি। আমি যথারিতি ১২টার দিকে শুয়ে পড়লাম। ভোর রাতের দিকে পানি খাওয়ার জন্য উঠে ডাইনিং এ গেলাম।

পানি খেয়ে এসে যখন শুইলাম তখন তো আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে। শোয়র পর খেয়াল করলাম কম্বলের ভেতর আমি ছাড়াও.... পায়ের দিকটাতে কিছু একটা লাগছে। সেই নরম মসৃন তুলতুলে.....আজ আর মাথা গরম করলাম না...সে যখন পাশে না হোক পায়ের কাছেই থাকতে চায় প্রতিদিন তাকে এইভাবে দূরে তাড়িয়ে দেবার দরকার কি ? মাঝে মাঝে উপকারেও তো আসে। এইতো আপনারা কি ভাবতে কি ভেবে বসে আছেন ? ভাবতে ভাবতে আমার ইজ্জতের তেরটা বাজাইয়েন না যেন। আসলে আমি এতক্ষন আমাদের বাসার বিড়ালটির কথা বলছিলাম।

তার অবস্থা এমন যখন আমি সোফায় বসি তখন পা নিচে রাখতে পারিনা ঠিক মত। সে এসে ঠিক আমার পায়ের নিচে বসে থাকবে। পা নিচে তো তার পিঠে। কতক্ষন বিড়ালের পিঠে পা দিয়ে রাখা যায় ?? মানে যেখানে বসব সেখানে গিয়েই সে ঠিক পায়ের নিচে বসবে। আপনি চাইলে তার ঘার ধরে ঝুলিয়ে রাখতে পারবেন সে কিছুই করবে না আপনাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.