আমাদের কথা খুঁজে নিন

   

চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির দাবিতে মানব বন্ধন

চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির দাবিতে মানব বন্ধন আমাদের দাবি সবার জন্য সর্বোচ্চ চাকরির বয়স সীমা ৩৫ আমাদের এই দাবীর পশ্চাতে যুক্তিসমূহঃ  চাকুরীর বয়সসীমা ৫৭ বছর থেকে ৫৯ বছর করায়, বর্তমান যুবসমাজ একটা স্থবির পরিস্থিতির সম্মুখীন হবে। কেননা আগামী দুবছর যে সকল পদ খালি হওয়ার কথা তা হবে না। ফলতঃ বর্তমান চাকুরী প্রার্থীরা দু’বছর চাকুরীর বিজ্ঞপ্তি থেকে বঞ্চিত হবেন।  চাকুরীর বয়সসীমা বাড়ানো এবং আবেদনের বয়সসীমা না বাড়ানো সরকারের দ্বিমুখী আচরণের বহিঃপ্রকাশ। তাই আমরা চাকুরীতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি করছি।

 সময়ের সাথে পাল্লা দিয়ে একদিকে বাড়ছে গড় আয়ু অন্য দিকে বাড়ছে সেশনজট। সেশনজটের নাকালে পড়ে প্রতিটি ছাত্র-ছাত্রীর দু’থেকে তিন বছর নষ্ট হয়। তদুপরি তিন বছর অনার্স থেকে চার বছর অনার্স করার পর সরকারী মহল থেকে বলা হয়েছিল, অনার্স এর পর থেকেই চাকুরীতে আবেদন করা যাবে। বাস্তবে সরকারী দু’একটি চাকুরী আবেদন ছাড়া অন্য সকল ক্ষেত্রে মাস্টার্স চাওয়া হয়। সরকার আমাদের কাছ থেকে নতুন করে অনার্স চার বছর করে সেশনজটের পরিধি বাড়িয়ে দিয়েছে।

তাই চাকুরীর বয়সসীমা বাড়ানো বর্তমান সময়ের দাবি।  তাছাড়া পৃথিবীর অনেক উন্নত দেশে চাকুরীর বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর রয়েছে। জেমনঃ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া। তাই আমাদের দেশেও তা করা হোক।  তত্তাবধায়ক সরকারের দু’বছর চাকুরীর ক্ষেত্রে একটি স্থবিরতা বিরাজমান ছিল।

২৭ তম বি সি এস থেকে ২৮ তম বি সি এস এর বিজ্ঞপ্তির মধ্যে ব্যবধান ছিল ২৭ মাস। তদুপরি নতুন করে চাকুরীর বয়স সীমা দু বছর বৃদ্ধি! তাই চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি ছাড়া অগনিত বেকারের দুর্দশা লাঘবের কোন বিকল্প রাস্তা নেই। তাই প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আপনারা চাকুরীতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানব বন্ধনে যোগ দিন। আজ যারা ভাবছেন, চাকুরীর বয়স আছে, এতে যোগদানের প্রয়োজন কি? তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, ভাল করে ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। আপনাদের সামনেও দীর্ঘ ২৭ মাস কিংবা তার চেয়ে বেশি বিরতি অপেক্ষা করছে।

যখন কোন চাকুরীর বিজ্ঞপ্তি হয়ত নাও আসতে পারে, চাকুরীতে বয়সসীমা ৫৯ করার কারণে। চাকুরীর বয়স আপনাদের থাকবে বটে, কিন্তু তার একটা বড় অংশ তো কাটিয়ে দিবেন চাকুরীর বিজ্ঞপ্তিহীন অবস্থায়। তাই ভাবুন এবং স্বতঃস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করে আমাদের দাবিকে শক্তিশালী করুন। আহ্বায়ক, মোঃ ইমতিয়াজ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় মোবাইলঃ ০১১৯০০৫৩২৬৮ মানব বন্ধনের তারিখঃ ২৫শে ফেব্রুয়ারী, ২০১২ ইং বিকাল ৩.০০ ঘটিকা স্থানঃ জাতীয় যাদুঘর (শাহবাগ)এর সামনে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.