D:\Picnic-2010\503.jpg প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহমদ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই খ্যাতিমান সংবাদিক এদেশের সংবাদপত্রের বিকাশে অনন্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন একজন জনপ্রিয় সাহিত্যিক। এদেশের সাহিত্য অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই অবদানের স্বীকৃতিসরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমী, শিশু একাডেমী পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন। তাঁকে হারিয়ে জাতি একজন গুণী, খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিককে হারালো। এ ক্ষতি পুষিয়ে নেবার নয়। সাংবাদিকতা ও সাহিত্য জগতে জনাব ফয়েজ আহমদ এর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।