আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীণ তুমি পথ দেখাও

নগরজীবনে অভ্যস্ত বলে আমরা পল্লী বা গ্রামীণ জীবনের অম্লমধুর শৈশব স্মৃতি বেমালুম ভুলে যাই। আমরা যারা প্রবীণ তাদের অধিকাংশই গ্রামঞ্চলে জন্ম নিলেও নগর সভ্যতার দৈনন্দিন জীবনের মাঝে নিজদের হারিয়ে ফেলছি। দেশের গন্ডি ছেড়ে বিদেশে পাড়ি জমানোর ফলে বড় বড় শহরের অভিজাত এলাকার বাইরের সমাজকে চিনেও না-চেনার ভান করে থাকি। দেশ-বিদেশের উঁচু স্তরের আবরণে নিজেকে সমর্পণ করার বদলে দেশের অবহেলিত সমাজ উন্নয়নের পরিকল্পনার কথা প্রকাশ করলে গ্রাম থেকে গ্রামান্তরের জনগণ নিজ নিজ অঞ্চলে উন্নয়নের প্রতি মনোযোগী হবে। স্মরণীয় ব্যক্তিদের জীবনী থেকে আমরা তাঁদের অতীত কষ্ট-ক্লেশের কথা জানতে পারি।

সোনার চামচ ব্যবহারকারীগণ ইতিহাসে খুব বেশি স্থান পাননি। প্রতিকূল অবস্থার মধ্য থেকেই প্রকৃত মানুষ গড়ে ওঠে। মনে রাখা দরকার অতীতে জমিদার শ্রেণী ছাড়া গ্রামীণ বিশাল জনগোষ্ঠী দারিদ্র্যের মধ্যেই দিন কাটিয়েছে। নানান প্রতিকূল পরিবেশে এসব অঞ্চলের বাবা-মায়েরা সন্তানদের মানুষ করেছে, যারা শহরকেন্দ্রিক হয়ে নিজেদের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করেছেন। এই শিক্ষিতজনদের মাঝে নিশ্চয়ই অতীত সুখ-দুঃখের নানান কাহিনী লুকায়িত রয়েছে, যা উঁচু আসনে অধিষ্ঠিত হওয়ার ফলে সাধারণ্যে বা এদের প্রজন্মের কাছে প্রচার করে নিজদেরকে খাটো করতে পারেন না।

এমন মানসিকতা পরিহার করা দরকার। নিজ এবং পরিবারের প্রকৃত ইতিহাস জানার অধিকার নবীনদের রয়েছে। বিখ্যাত ব্যক্তিদের অতীত কষ্টময় জীবনের স্মরণ করে এখনকার প্রবীণদের উচিত নতুন প্রজন্মের কাছে নিজেদের কষ্টকর জীবনের কাহিনী তুলে ধরা। এতে করে আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হবে বলে বিশ্বাস করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.