আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীণ রাজনীতিবিদ দেলোযা়র হোসেন আর নেই।

good
প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোযা়র হোসেন আর নেই (ইন্নালিল্লাহে......রাজেউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোন্দকার দেলোযা়র হোসেনের ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর বরাত দিযে় বিএনপি চেযা়রপারসনের প্রেস উইংযে়র কর্মকর্তা শায়রুল কবির খান শীর্ষ নিউজ ডটকমকে এ খবর নিশ্চিত করেন। পরে অবশ্য প্রেস সচিব মারুফ কামাল খানও এ তথ্য নিশ্চিত করেন। প্রেস সচিব বলেন, খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর সঙ্গে আমার ফোনে কথা হযে়ছে।

তিনি জানিযে়ছেন, খোন্দকার দেলোযা়র হোসেন দুপুর আডা়ইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খোন্দকার দেলোযা়র হোসেন ফুসফুসের ক্যান্সার, ডাযা়বেটিসসহ বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন। ৩ মার্চ রাজধানীর মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটলে তাকে রাতে স্কযা়র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিযে় বাঁচিযে় রাখা হয়। এরপর ৪ মার্চ তাকে দ্রুত সিঙ্গাপুর নিযে় যাওযা় হয়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেযা়রপারসন বেগম খালেদা জিযা় গ্রেফতার হলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খোন্দকার দেলোযা়র হোসেনকে মহাসচিবের দাযি়ত্ব দেযা় হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে নিষ্ঠার সাথে দাযি়ত্ব পালন করে গেছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.