আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীণ বাম রাজনীতিবিদ মফিজ আলী আর নেই



ভাষাসৈনিক, সাংবাদিক, গবেষক, বাম রাজনীতিবিদ ও শ্রমিক নেতা মফিজ আলী আর নেইঃ প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মৌলভীবাজার জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি কমরেড মফিজ আলী (৮১) গতকাল ১০ অক্টোবর শুক্রবার ভোর রাত পোনে চারটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মফিজ আলীর মরদেহ গতকাল বিকেলে তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য দক্ষিণ ধোপাটিলায় নিয়ে যাওয়া হয়। এ সময় আত্মীয়-শুভানুধ্যায়ী ও দলীয় নেতা-কর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল পাঁচটায় জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মফিজ আলী ১৯২৭ সালের ১০ ডিসেম্বর জ্নগ্রহণ করেন।

ছাত্রজীবন থেকে তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার রাজবন্দী হিসেবে কারাভোগ করেন। তিনি দীর্ঘদিন চা শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি তৎকালীন পাকিস্তানের আল-বারাক, জনতা, ডন পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি সালাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এম এ করিম ও সাঃ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খলিলুর রহমান, জাতীয় ছাত্রদলের সভাপতি প্রকাশ দত্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, অধ্যাপক সাইয়িদ মুজীবুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক আব্দুল আহাদ মিনার, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবুজাফর আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা সম্পাদক কমরেড সন্তোষ দে, আওয়ামী লীগ নেতা সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ উপাধ্যক্ষ এমএ শহীদ, গণতন্ত্রী পার্টির নেতা গজনফর আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন (অব·) সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিট গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

গত ৩০ আগস্ট সন্ধ্যায় বাড়ির কাছে একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মফিজ আলীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এর পর থেকে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.