আমরা কোন দিকে যাচ্ছি আমরা কি জানি>>?? আমাদের ব্যাক্তিগত, পারিবারিক জীবন, সামাজীক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতির জীবন কোন দিকে যাচ্ছে? কি হচ্ছে আমাদের চারপাশে আমারা দিন দিন পাল্টে যাচ্ছি, যুগের আবর্তনে পাল্টাবো, কিন্তু আমাদের এই পাল্টে যাওয়া কি আমাদের অনুকুল একটা জীবন উপহার দিচ্ছে নাকি প্রতিকুল একটা জীনধারা চাপিয়ে দিচ্ছে, তা কি কখনো খেয়াল করি আমরা?? যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা যে আমাদের মুল জীবনধারা থেকে সরে যাচ্ছি তা হয়তো কারো নজরে পড়ে না। যে আধুনিকতা আমাদের আসল পরিচয় আড়াল করে আমাদের নোংরা একটা পোষাক পরিয়ে দিচ্ছে তা খেয়াল করি না, আমরাও তা অতি উতসাহের সাথে গ্রহন করে নিচ্ছি। অতি ব্যস্ততার দরুন আমরা আমাদের পরিবারের সদস্যদের সত্যিকারের খোজ রাখতে ব্যর্থ হই। আধুনিকতার রঙ্গীর চশমা পরে তারা কখনযে চরিত্রের সর্বনিম্ন র্পযায়ে পৌচে যায় তা জানতেও পারি না। হয়তো এক সময় জানতে পারি অনেক দেরি করে,যখন আর করার কিছুই থাকে না। ছোটবেলা থেকে একটি বাচ্ছাকে যেভাবে গড়ে তোলা হয় তার সেই শিক্ষা অনেকাংশেই তার মধ্যে থেকে যায়, কিন্তু আমরা আমাদের পরিবারের সন্তানদের কে আধুনিকতার নামে ছোটবেলা থেকেই চোট জামাকাপড় পরতে শিখাই তারা কি বড় হয়ে আর বড় জামাকাপড় পরতে চাইবে?? আমরা আমাদের রাষ্টীয় বা আন্তর্জাতিক জীবনে সবসময় অন্যায়ের সাথে পচন্দ করি আর ন্যায়কে দেখলে ভয় পাই। আমরা যারা মুসলমান তাদেরকে কোন একটা ইসলামির কাজে দাওয়াত দিলে বিভিন্ন কাজের জন্য ব্যস্ততার জন্য যেতে পারি না কিংবা যাওয়ার আগ্রহ থাকে না। কিন্তু কোন মদের পার্টিতে যেতে বললে সব ব্যস্ততা রেখে নিজে যাই, সম্ভব হলে বন্ধুবান্ধকেও নিয়ে যাই। ভাবি, না গেলে সামাজিকতা রক্ষা হবে না। আসামাজিক কাজে আবার সামাজিকতা!!!!!!!!? কোন দিকে যাচ্ছি আমরা, কি আমাদের ভবিষ্যত??? আমরা কি দিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে??? একটি চিন্তা করার সময়কি আমাদের নাই?? এতই ব্যস্ত আমরা??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।