আমাদের কথা খুঁজে নিন

   

কোনদিকে দেশ যাবে?



জানিনা আদৌ তথাকথিত শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা। রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তথাকথিত শান্তিপূর্ণ নির্বাচন হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তা যে যাই বলুক না কেন। তবে একটি ব্যাপারে মোটামুটি নিশ্চিত। তাহল আগামী নির্বাচনে যেই আসুক না কেন ক্ষমতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ভাল যাবে না।

যারা হেরে যাবে নির্বাচনে তারা কখনো মনে হয় না শান্তিতে থাকতে দিবে মানুষকে। সেসবের আলামত ভালমতই দেখা গেছে। উদ্বিগ্ন হয়ে যাই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। এরকম রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে অর্থনীতির ওপর সবচেয়ে বেশী চাপ পড়বে এবং সেই চাপ এখনই দেখা যাচ্ছে। এরপর খাব কি, চলবো কেমন করে এসব প্রশ্ন সবচেয়ে বড় হয়ে উঠেছে ।

ইতিমধ্যে ব্যবসায়ীদের মাথায় হাত চলে গেছে। তার ওপর যদি বিদেশী বিনিয়োগ যদি এদেশ থেকে চলে যেতে শুরু করে তখন অর্থনীতির কি হাল হতে পারে সেটা বুঝতে বেশী মাথা খাটাতে হয় না। রপ্তানি বানিজ্যের অবস্থা ছন্নছাড়া। আর আমরা পড়েছি এর মাঝখানে সবচেয়ে সঙ্কটে। কেউ আমাদের দেখার নেই।

আর কত সহ্য করবে মানুষ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.