আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কোনদিকে যাচ্ছি???

অবাক হয়ে যাচ্ছি!! দেশে এতো কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখে ও না দেখার ভান করছি। রাজনীতিবিদ, সরকার, খারাপ ব্যাবসায়ি সবার চোখের সামনে দুর্নীতি করছে, খাবারে ভেজাল, জাল টাকা, ছিন্তাই, খুন, মৌলিক চাহিদার কোন ঠিক ঠিকানা নাই এবং সেটা সবাই দেখছেও কিন্তু কার কোন বিকার নাই। সবাই মনে হয় ধরে নিয়েছে এভাবে তাদের ধুকে ধুকে মরতে হবে। আমার মনে হয় আমাদের আগের প্রজন্ম টাই ভাল ছিল কারন তারা এটলিস্ট প্রতিবাদ করতে জানত, ঐকমতে আসতে জানত। কিন্তু এ কি! আমরা এই প্রজন্ম এতোই খোকলা হয়ে গেছি !! আমরা না পারছি প্রতিবাদ করতে না পারছি ঐকমতে আসতে।

আমরা এত বেশি ডিভাইড রুলে বিশ্বাসী হয়ে যাচ্ছি কেন? কেন আমরা ঐকমতে এসে এই সবের প্রতিবাদ করতে পারছি না? এতো দিনে ব্লগ দেখে আমি একটা জিনিস ভাল বুঝতে পেরেছি আমাদের ভিতরে গোলযোগ বাধানো, নিজেদের মধ্য ক্যাচাল বাধানো, নিজেদের মধ্য বিষের আগুন ছড়িয়ে দেয়া টা অনেক সহজ। কারন আমরা খুব সহজে মোটিভেটেড হতে জানি। আর শত্রুরা এই সুযোগের সৎ ব্যাবহার টা করতে ও কার্পণ্য করছে না। আমার মতে সবচেয়ে বড় ক্রাইম হচ্ছে খাবারে ভেজাল দেয়া। এটা ৭ টা খুন করার থেকেও অনেক বেশি ক্রাইম।

কারন খুন আপনি করছেন হয়তো ৭ জন কে কিন্তু খাবারে ভেজাল দিয়ে এরা খুন করছে নতুন প্রজন্ম কে, এরা খুন করছে একটা ছোট শিশুগুলোকে কে, এরা খুন করছে একটা জাতিকে। খুব কৌশলে, ধিরে ধিরে, নিংরিয়ে এরা খুন করছে। খাবারে ভেজাল দেয়ার জন্য এরা যে কত বড় অপরাধ করে যাচ্ছে তা আর একটু ভালভাবে ছিন্তা করলে বুঝতে পারবেন। এদের শাস্তি ফাঁসি দিলেও অনেক কম হয়ে যায়। এখনই সময় নতুন করে চিন্তা করার, এখনই সময় ৭১ এর মত ২০১৩ কে দেখার, এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার, এখনই সময় ঐকমতে আসার, এখনই সময় এই সব দালাল মার্কা সরকার, রাজনীতিবিদ দের গলাধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলার যাতে এরা আর ক্ষমতার গলা চিপে ধরে ক্ষমতার বলৎকার করতে না পারে।

দেশের সার্বভৈমত্ত, দেশের প্রাকৃতিক সম্পদ থেক শুরু করে সাধারন জনগণের জীবনের নিরাপত্তা, মৌলিক চাহিদা নিশ্চিত করা অবধারিত হয়ে গেছে। আল্লাহ তুমি এই বাঙালি জাতিকে বিবেক দাও তাদের ঐকমতে হতে সাহায্য কর এবং জাগ্রত কর, সেই সঙ্গে এই নতুন প্রজন্ম কে রক্ষা কর। দুর্নীতি বাজ সরকার, রাজনীতি বিদ, ব্যাবসায়ি দের বিরুধে কঠিন প্রতিবাদ করার তৌফিক দান কর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.