ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল
গতকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তাই তার আগের দিন থেকেই ক্যাম্পাসে ভর্তিচছুদের আগমন শুরু হয়েছে। টগবগে সব তরুন-তরুনীদের আগমনে পুরো ক্যাম্পাসে যেন এক উৎসবের আমেজ। ভালই লাগছে দেখতে।
তাদের চোখে অনেক স্বপ্ন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেকে, দেশকে ও জাতিকে উজ্জল করবে। কিন্তু তাদের এই স্বপ্ন কি থাকবে? আমাদেরওতো এ রকমই স্বপ্ন ছিল। কিন্তু এখন শুধু কবে পাশ করে বাঁচব সেই চিন্তা। ইতিমধ্যেই সেশন জটে দেড় বছর খেয়ে ফেলেছি (উল্লেখ্য মাত্র কয়েকটি বিভাগে সেশন জ্যাম রয়েছে)। বিভাগ যখন সেশন জ্যাম কমানোর উদ্যোগ নিয়েছিল (সফলও হতে শুরু করেছিল), ঠিক সেই সময় ক্ষমতা লোভের রাজনীতি আমাদের স্বপ্নগুলোকে আরও একবার গুড়ো গুড়ো করে ফেলল।
আমাদের যা হবার তা তো হয়েছেই। কিন্তু নতুন এই টগবগে ছাত্র-ছাত্রীদের যেন আমাদের মত পরিস্থিতির শিকার হতে না হয় স্রষ্টার কাছে সে দোয়াই রইল।
ভর্তিচছুদের জন্য শুভ কামনায়....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।