আমাদের কথা খুঁজে নিন

   

রাবি ক্যাম্পাসে ঈদের বাজার

রাজশাহী বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরাও এর বাইরে নন। তবে, যাদের ক্লাস কিংবা পরীক্ষা আছে তারা একটু দেরি করেই যান।
বাড়ি গিয়ে ঈদের কেনাকাটা করার সময় পাওয়া যাবে না বলে অনেকে আগেই বাজার সেরে নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারই প্রথম ঈদের বাজার বসেছে। সেখানে পাওয়া যাচ্ছে গেঞ্জি, টি শার্ট, বিশ্ববিদ্যালয় ব্যাগ, প্যান্ট, শার্টসহ অনেককিছুই।

  
ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তন এলাকা, বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট এবং টুকিটাকি চত্বরে বেশ ভালভাবেই চলছে ঈদের কেনাকাটা।
কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে মাটিতে ও ভ্যানে বিভিন্ন দোকানে সাজিয়ে রাখা হয়েছে নানা পোশাক।
শিক্ষার্থীদের অনেককেই এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাকাটা করছেন বলে দোকানিরা জানান।
একটু সামনে এগুলেই বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট। এখানে বেশকিছু দোকানে ছেলেদের জন্যে ভাল মানের প্যান্ট, শার্ট ও টি শার্ট পাওয়া যায়।


কয়েকদিন ধরে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দেকানমালিক ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুচিসম্মত পোশাক পাওয়া যাচ্ছে বলে তাদের আর কষ্ট করে নগরীর দোকানগুলোতে যেতে হচ্ছে না। ক্লাসের ফাঁকে বন্ধুদের নিয়ে এখানেই ভিড় করছেন কেনাকাটার জন্যে।  
পরিবহন মার্কেটর দোকান ‘ব্রান্ড কালেকশনের’ মালিক সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দোকানে ১২০ টাকা থেকে শুরু করে সাড়ে চারশ’ টাকার টি শার্টও পাওয়া যাচ্ছে।
শিক্ষার্থীদের রুচির দিকে খেয়াল রেখে এখানে বিভিন্ন পোশাক রাখা হয়েছে।


নানা ধরনের শোপিসও বিক্রি হচ্ছে এখানে।
এ মার্কেটের জিনিয়া গিফট কর্নারে অন্য সময়ের চেয়ে একটু বেশি ক্রেতার ভিড়।
শোপিস কিনতে আসা প্রাণ রসায়ন বিভাগের হাসনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটিতে বাড়ি যাব। তাই বোনের মেয়ের জন্য একটি শোপিস কিনতে এসেছি। ”
নগরীর দোকানে রোজা থেকে যানজট ঠেলে কেনাকাটার চেয়ে এখানে এসে সময় বাঁচিয়ে খুব অল্প সময়েই কিনতে পারছেন পছন্দের সামগ্রী, বলেন তিনি।


বই বিক্রিও ঈদের আগে বেড়ে গেছে বলে জানালেন দোকানি।
পরিবহন মার্কেট পার হয়ে একটু সামনে গেলেই টুকিটাকি চত্বর। এখন দেখলে মনেই হয় না এটা বিশ্ববিদ্যালয়ের কোনো চত্বর।
ঢাকা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর শিশুকন্যা তাকে প্রশ্ন করে বসলেন, “মা, তোমার ক্যাম্পাসে এটা আবার কিসের বাজার?” 
মা হেসে উত্তর দেন, “এটা কোনো বাজার নয় বাবু, এটা হল বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর। ”
ঈদকে সামনে রেখে টুকিটাকি টত্বরে মাটিতে বিভিন্ন অস্থায়ী দোকানও খোলা হয়েছে।


বিভিন্ন হলের ছাত্রীরা এখান থেকে স্যান্ডেল, রেশমি চুরি, জামার কাপড়সহ নানা ধরনের সামগ্রী কিনছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.