হেফাজতে জামাতের আমির আল্লামা[!!?] সফি বলেছেন, চুনোপুঁটি বলগার ধইরা কাম নাই, আসল মাল ধরেন। তার কথায় আওয়ামী লীগ সরকার আসল মাল ধরতে পুলিশ কে নির্দেশ দিয়েছেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, " নাস্তিক ব্লগারদের মদদদাতা দের ধরতে আমরা চিরুনি অভিযান চালাই । অভিযানে বের হল, তাদের মদদদাতা দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং প্রগতিশীল সকল জনগণ। কিন্তু তা ত আর হয় না, কোথাও কোন ভুল হয়েছে ।
গডফাদার থাকবে একজন । যেমন ধরেন বিএনপির গডফাদার ব্রাদার ফাকার সাকা ভাই আর আওয়ামী লীগ এর নারায়ণগঞ্জ জোনের শামীম অসম্মান । "
পরবর্তীতে হটাত ব্লগার সুব্রত শুভর গায়ে স্পাইডার ম্যান এর ছবি সম্বলিত একটি টি শার্ট দেখে গোয়েন্দারা ধারণা করেন স্পাইডার ম্যান নাস্তিকদের আধ্যাত্মিক নেতা ও নাস্তিক বিগবস । এছাড়াও তার বাসা থেকে ব্যাটম্যান এবং ফ্ল্যাশ এর ও ২টি টিশার্ট পাওয়া যায় । মাঠ পর্যায়ের এক গোয়েন্দা বলেন, " ব্যাটম্যান এর মেলা পয়সা , জামাতের ও মেলা পয়সা , তাই অরা হিসাবের বাইরে।
আর ফ্ল্যাশ ব্যাটা খুব ফার্স্ট । দৌড়াইয়া ধরতে পারি না । তাই আমরা স্পাইডার ম্যান এর দিকে নজর দিসি। "
অপরদিকে এই খবর পাওয়া মাত্রই হেফাজতে জামাতে ইসলাম স্পাইডার ম্যান কে নাস্তিক ও মুরতাদ ঘোষণা করে এবং জানায় সুপারম্যান আর ওয়ান্ডার ওমেন আছে তাদের সাথে । হেফাজতে জামাতে ইসলাম স্পাইডার ম্যান কে অবিলম্বে ফাঁসী দেয়ার আবেদন জানিয়েছেন ।
এই পর্যায়ে আল্লামা সফি কে স্পাইডার ম্যান একটি কাল্পনিক ও কমিক চরিত্র বলা হলে তিনি বলেন , " আমাগো লগে চুদুর বুদুর চইলত না.. বাংলা ভাইরেও আপ্নেরা বানানো কইছিলেন, কিন্তু হের লগে আমি প্রত্যহ সকাল বিকাল দেশ নিয়া আলোচনা করিতাম। " আল্লামা শফি আরও বলেন, "সে যদি নাস্তিক বস নাই হবে তবে সে মুখ ঢেকে রেখেছে কেন?"
জামাতের আদর্শ ও মউদুদি বাদে ইসলাম অবমাননা হয় কিনা তার জবাবে তিনি পকেট থেকে ১০০০ টাকার একটি বাণ্ডিল এর টাকা গুনতে গুনতে আবেগঘন কণ্ঠে বলেন, " রাজনৈতিক বেপারে নো কমেন্টস। "
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী একাত্তরে মুজাহিদ বাহিনী গঠন করে পাকিস্তানি সেনা ও রাজাকারদের খেদমত করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, " আমারা উর্দুর টাইম এ উর্দু, বাংলার টাইম এও উর্দু পরীক্ষা দেই। এখন নাস্তিক ব্লগারদের ফাঁসী নিয়া লাগসি। পর্যায়ক্রমে বাংলাস্থান গঠনে যাবতীয় সব পরীক্ষা দিব ।
আর ৭১ মেলা আগের গণ্ডগোল । ভালমত ইয়াদ নাই। "
তিনি আরও বলেন , "সুপারম্যান আমাদের সাথে আগে থেকে ছিল বলেই ত আমাদের ফেসবুকে " প্যান্ট এর উপর আন্ডারঅয়্যার পড়লেই সুপারম্যান হওয়া যায় না " নামে একটা জামাতি পেজ আছে । "
ওয়ান্ডার ওমেন এর মত স্বল্পবসনা নারীকে দলে টানার ব্যাপারে তিনি বলেন,
"নারী নেতৃত্ব হারাম,
তবে খালেদা জিয়ার কোলে আরাম"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।