আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার ওয়ার এবং আম জনতার ভাবনা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় ব্লগিং করলে জাতে ওঠা যায় এই ধারনা নিয়েই এ পথে আগমন। এসেই তো ফেসে গেছি । ব্লগে আছি বেশ কিছু দিন । মস্তিষ্ক যথেষ্ট উর্বর নয় তাই জ্ঞানগর্ভ পোষ্ট প্রসব করতে পারি না। বেশীর ভাগ সময় গ্যালারীতে থাকি ।

তবে ক্যাচাল দেখতে খারাপ লাগে না। কিন্তু আজ অনেক কিছু দেখে অল্প কিছু লিখতে ইচ্ছা হল। তাই কিবোর্ডে এই ঝড় তোলা। এদেশের কিছু উড়াধুরা,ডিজুস,ফেসবুক পাগল,পোঙ্গাপাকা পোলাপাইন পাশের দেশ ভারতের লগে সাইবার ওয়ার নাম দিয়ে একটু কানামাছি খেলছে। তারা দাদাগো কিছু পর্নো সাইট আর ব্যাক্তিগত কিছু ওয়েব হ্যাক কইরা নিজেদের হিরো বানাইয়া ফেলছে ।

আর সুশীল সমাজের মানুষ ! গুলা এই অনাচার দেইখ্যা প্যন্ট ভিজাইয়া ফেলছে চোখের জলে। দাদারা এবার কষ্ট পাইব রাগ হইব তাইলে আমাগো কি হপে গো ?সারা জীবন পাছার কাপড় উদলা কইরা অখন্ড দাদার মারা খাইলাম আর এই সব বাল ছাল পোলাপাইন গুলোর জন্য আইজ সব শেষ । এখন পেট উচা হবে কেমনে ?বড় চিন্তার বিষয় । কুল কিনারা না পাইয়া অন্ধকারে হাতরাইয়া যারে যেখানে হ্যাকার পায় গাইলায় । কেউ তাদের কে ভাজাকার বলে।

আমি তাদের কে অমানুষ বলি । মানছি হ্যাকিং করা ভাল নয় এতে অনেক বড় বিপদ হবার আশংকা থাকে । কিন্তু খ্যামটা নাচে ঘোমটা পইড়া লাভ কি ? এই সব পোলাপাইন তো লাগন্জে বইসা সিসা খায় না ,রাস্তা খাড়াইয় ইভ টিজিং করে না ,ফ্যান্টসি কিংডমে গিয়া মাইয়া লইয় লটর পটর করে না ,বিশ্ববিদ্যালয়ে লীগ দল ছাগু হইয়া মারামারি কইরা ক্যাম্পাস রক্তাত্ব করছে না ঘরে বইসা প্রতিবাদ জানাচ্ছে । এটা ডিজিটাল স্টাইল । ভাদাদের গাত্র দাহ কেন? অস্ট্রেলিয় ভারতের খেলায় একদল বাংলাদেশী বিশাল ব্যানার নিয়ে মাঠে হাজির হয়েছিল তাতে লেখা ছিল "বর্ডারে নিরীহ বাংগালী হত্যা বন্ধ কর" ।

এটা তাদের স্টাইল । আমরা অক্ষম প্রতিবাদকারী। ব্যাথা কষ্ট আমাদের পাওয় উচিত না । যখন দেখি ফেলানীর লাশ কাটাতারে ঝুলে আর আমাদের মন্ত্রী বলে "এতে দু দেশের সম্পর্কে কোন বিরুপ প্রভাব পড়বে না " যখন দেখি এক বাংগালী কে উলঙ্গ করে পিটাচ্ছে বি এস এফ আর আমাদের মন্ত্রী ঢুলুঢুলু চোখে বলেন ,রাষ্ট্র এই নিয়ে চিন্তিত নয়। ওনাদের পাছার বান্ধা দেয়া থাকতে পারে এই সব পোলাপাইনদের না ।

এরা ডিজিটাল । এরা জানে কিভাবে অধিকার আদায় করতে হয় । তারা অস্র হাতে নেয় নি কিবোর্ড হাতে নিয়েছে । জানি এই হ্যাকিং এ ভারত এর কিছুই হবে না কিন্তু আন্তরজাতিক বিশ্ব তো জানল বর্ডারে বি এস এফ কি করছে । এই বা কম কিসে ?ভারত আমাদের চোরাকারবারী বলে ।

মেনে নিলাম বাংলাদেশী চোরাকারবারী গরু পিয়াজ আনতে বর্ডার ক্রস করে কিন্তু ভারতের যারা এই সব গরু বাঙালীদের হাতে তুলে দেয় তারা কি ? মা দুর্গা ? হ্যাকিং বাল ছাল বুঝি না । পোলাপান যা করতাছে করতে দেন। নিজেরা যা পারছেন করছেন । পাছা বান্ধা দিছেন । এরা আপনাগোই ছেলে মেয়ে ।

এদের কে এদের কাজ করতে দেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.