আমাদের কথা খুঁজে নিন

   

দোষটা প্রকাশকারীর উপর দিয়ে দায়িত্ব/দোষ এড়ানো যাবে না

সবকিছুই চুকিয়ে গেছে গালিব! বাকি আছে শুধু মৃত্যু!! গত সপ্তাহের শুরু থেকে সামহোয়ারে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। পোস্ট করার পূর্বে বা মন্তব্য করার আগে একটি লেখা ভেসে ওঠছে যে, এখানে প্রকাশিত যাবতীয় লেখার দায় প্রকাশকারীর। এটাকে নীতিমালার পরিবর্তন বলব বা অন্য কি বলব ঠিক বুঝে ওঠতে পারছিনা। তবে সেটা যাই হোক এভাবে প্রকাশকারীর উপর সব দায় দিয়ে নিজের হাত সাদা রাখার প্রয়াসটা নিজেদের চিত্তের দুর্বলতাটাই প্রকাশ করে। তবে গণমাধ্যমে প্রকাশিত কোন লেখার দায়/দায়িত্ব এর লেখকের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকাশকের/সম্পাদকের।

এখানে দায়/দায়িত্ব বলতে প্রশংসা বা ভৎসনা দুটোকেই বুঝানো যায়। সরকার/আদালত বা কোন পক্ষ যখন কোন লেখার প্রতি বিরাগ হয় তখন কিন্তু ঐ বিরাগের দায়ভার লেখকের পাশাপাশি প্রকাশকের ও সম্পাদককেও নিতে হয়। আমার ধারণামতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশকারী/সম্পাদক এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেননা। বছর পাঁচেক আগে কার্টুনিস্ট আরিফের বিষয়ে আলপিন সম্পাদক বা প্রথম আলো সম্পাদকের দায়িত্বটা এড়ানোটা এক্ষেত্রে হয়তো ব্যতিক্রমের একটি উদাহরণ হতে পারে। তবে বেশিরভাগক্ষেত্রেই সম্পাদক/প্রকাশক তার লেখকের পাশেই থাকেন বা থাকতে হয় (কেবলমাত্র উম্মুক্ত চিঠিপত্রের কলামগুলো ছাড়া)।

তাহলে এক্ষেত্রে সামহোয়ার দায়িত্ব এড়ানোর চেষ্টাটা চালাচ্ছে কেন? উত্তর/পর্যবেক্ষণটা একদম পরিস্কার। সামহোয়ার হচ্ছে এমন এক ধরণের একটি প্লাটফর্ম যেটা সবাইকে খুশি রাখতে চায়। এখানে গোলাম আজম/সাইদী/নিজামীদের প্রশংসাসূচক পোস্ট দেদারসে টিকে থাকে। যুদ্ধপরাধীদের বিচার নিয়ে বিদ্বেষমূলক/অপপ্রচারণা অহরহ দেখা যায়। অনেক সময়ে অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিপদে ফেলা বা উৎখাতের চেষ্টা সংক্রান্ত পোস্টগুলোর বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেয়া হয়না।

যথেষ্ট যৌক্তিক কারণেই সরকার/প্রগতিশীলদের একটি মহল যারা যুগ্ধাপরাধী/প্রতিক্রিয়াশীলদের বিচারের আওতায় আনতে চায় তাঁরা সামহোয়ারের উপর ক্ষুব্ধ। সামহোয়ারও এ ব্যাপারটা বুঝতে পেরেছে বলেই মনে হয়। কিন্তু কোন বিশেষ কারণে জানিনা এসব বিদ্বেষমূলক/অপপ্রচারণার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে সামহোয়ার অপারগ। আমি এখনও এটা বলতে পারিনা যে, ঐ বিশেষ অপপ্রচারকারীদের কাছে সামহোয়ারের কোন দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা থাকুক আর নাই থাকুক সামহোয়ার তাঁদের কর্মকান্ড বন্ধ না করলেও এসবের দায়/দায়িত্ব নিতে চাচ্ছেনা।

ধরে নিলাম সাধারণ পোস্টের ক্ষেত্রে দায়িত্বটা আপনারা প্রকাশকারীর ঘাড়ে ফেলে নিজেরা বেঁচে গেলেন। কিন্তু স্টিকি পোস্টের ক্ষেত্রে দায়িত্বটা কার? এক্ষেত্রে প্রতিক্রিয়াশীল কোন লেখনীর মাধ্যমে স্থিতিশীলতা নষ্টের কোন প্রচেষ্টা নেওয়া হলে সামহোয়ার কি তার দায়িত্ব এড়াতে পারে? দুদিন আগে চট্টগ্রামের হাটহাজারীর অনাকাংখিত ঘটনার পরে যখন সবকিছুন শান্ত ও সরকারের নিয়ন্ত্রণে আসে তখন সামহোয়ার সম্পূর্ণ বিদ্বেষমূলক প্রচারণা সমৃদ্ধ একটি পোস্ট স্টিকি করে। প্রতিবাদের মুখে পরবর্তীতে তা প্রত্যাহার করে। সংশ্লিষ্ট ব্লগার পরবর্তীতে বুক উচিয়ে নানা জায়গায় বলছেন যে তার প্রকাশিত লেখার সার্বিক দায়িত্ব কেবলমাত্র তার। বটে, সাহসী মানুষের মতোই কথা।

হ্যাঁ, নিজের ঘাড়ে দোষটা নিতে পারেন। তবে জানতে বা অজান্তেই তিনি কিন্তু সামহোয়ারকেও কলুষিত করছেন। তার অপকর্মের দায়িত্ব সামহোয়ারের তথাকথিত নতুন নীতিমালা অনুযায়ী তাঁর উপরই বর্তাতো যদিনা সামহোয়ার এটাকে স্টিকি না করত। এ স্টিটি প্রণোদনার মাধ্যমে সামহোয়ার ঐ প্রকাশকারীর অপকর্মের সমান অংশীদার। আশা করি বাংলাব্লগের পথদেখানো এ ব্লগসাইটটি আরো পেশাদার হবে।

এর পথচলা আরো অর্থবহ ও গঠনমুলক হবে। আমরা সেই পথচলার শুধু সামান্য অংশীদার হতে চাই। সামান্য বললাম এই কারণে যে সব দায়-দায়িত্ব এখন প্রকাশকারীর। কাজেই ইচ্ছে করলেও এখন পুরো অংশীদার হওয়ার আর কোন সুযোগ নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.