আমাদের কথা খুঁজে নিন

   

দোষটা নির্বাচকদেরই।

ইনজয় ইঊর লাইফ

নির্বাচকদের অবহেলার কারনেই রকিবুল হাসান সব ধরনের ক্রিকেট হতে অবসর নিয়েছেন। সব ধরনের ক্রিকেট খেলার যোগ্যতা তো ওর নেই। তবুও কেন এতদিন তাকে সব ভার্সনে সুযোগ দেয়া হল। ও তো শুধু টেষ্টেরই খেলোয়ার। যদি পারপরমেন্স ভালো করে তবে দলে টিকে থাকবে।

নচেত বাদ। এটা সবার জন্যই হতে পারে। আমার প্রিয় ক্রিকেটার মাশরাফির জন্যও বটে। রকিবুলের এমন সাহস দেখানোর জন্য অবশ্যই নির্বাচকরাই দায়ী। ধারাবাহিক বাজে পারপরমেন্স করার পরও যেভাবে আশরাফুলকে সুযোগ দেয়া হল।

আমরা তো ভাবছিলাম জাতীয় দলে আশরাফুলের জায়গাটা মনে হয় পিতৃক সম্পত্তি। যোগ্যতা থাক বা না থাক এটার মালিক তিনি তার পিতা হতে পেয়েছেন। জানি আশরাফুলের পিতা কখনো ক্রিকেট খেলেছেন কিনা। জাতীর পিতা যেভাবে সব কিছুই স্বপ্ন দেখেছিলেন, হয়ত সেভাবেই আশরাফুলের পিতাও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেছিলেন। তাই বুঝে নিলাম আশরাফুলের এটা পিতৃক সম্পত্তি।

কিন্তু রকিবুলের এমন মনে করার কারনটা কি ? দেশে এখন সম্পত্তির মালিকানা বা ভাগ নিয়া যখন নতুন আইন হতে যাচ্ছে, তখন আশরাফুলের স্থায়ী সম্পত্তিও হাতচাড়া হয়ে গেছে। আর রকিবুল ........ ? যদি আরো আগে দু তিনটা ম্যাচ বাজে খেলার পরই আশরাফুলকে দল হতে বাদ দেয়া হত। তবে রকিবুল মনে করত না দলে জায়গা স্থায়ী হয়। আর এ ভুল করত না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.