সোনার হরিনের পেছনে ছুটছি। বিষয়টা দেখতে কার কেমন লাগে আমি তা জানিনা। কিন্তু আমার এই বিষয়টা দেখতে মোটামুটি ভালই লাগে। যারা মডেলিং করেন তাদের জন্য এই সিনগুলো তো ফাটাফাটি। কি সুন্দর করে জোরায় জোরায় বসে গল্প করছে।
কেউ কেউ ইডেনের ওয়ালের সাথে কি সুন্দর করে হেলান দিয়ে গল্প করছে। দেথে বলদা গর্ডেন ও বোটানিক্যল গর্ডেনের মত মনে হয়। আজকাল রাস্তা ঘাটেও এসব হচ্ছে। যদিও উপরে আমার ভাল লাগার কথা বললাম তাই বলে কিন্তু এসব বিষয় গুলো ততটা গ্রহণযোগ্য না। পার্কের মধ্যে এরকম হতো মেনে নেওয়া যেতো যে, এই জায়গা এর জন্যই।
আমি অনেক জুটিকেউ আপত্তি জনক ভাবে দেখতে পেয়েছি। আর এতেই আমার অনেক লজ্জা লেগেছিল কারন আমার পাশেই একজন বৃদ্ধ মহিলাও ওদিকেই তাকিয়ে ছিল। এই সকল কাজগুলোকে আমাদের ঘৃণা করা উচিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।