soroishwarja@yahoo.com
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের একদিন পর ইডেন কলেজ ছাত্রলীগের চার নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- কলেজ শাখার সহসভাপতি চম্পা খাতুন, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী ও তানিয়া সুলতানা হ্যাপি এবং সহ সম্পাদক কানিজ ফাতেমা।
শনিবার ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছাত্রলীগ সভাপতি ইডেন কলেজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কলেজ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
বহিষ্কৃত চারজনই শুক্রবার কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন শারমিন নিঝুম ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন তানিয়ার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিলেন।
তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং ভর্তি বাণিজ্যের অভিযোগ এনেছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।