যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে এখন বুক ফুলিয়ে বলে যান যে আপনি একজন জামাতশিবির! বলে যান আপনি একজন হিজবুত! সাইবারযুদ্ধের নামে ভারতের ওয়েবসাইট হ্যাকিং সেল্ফ ডিফেন্স নয়। মুসলমান কখনও আক্রমন করে না, সে আত্মরক্ষার্থে তরবারী ধরে বলেই শুনে এসেছি। কিন্তু এই সাইবার যুদ্ধ সূচনা করতে দেখা গেছে বাংলাদেশীদের। এটা একমাত্র উগ্র সাম্প্রদায়িক শক্তির পক্ষেই সম্ভব। আমরা কি সাম্রাজ্যবাদী কোনো দেশের মত কোন দেশকে প্রথমেই আক্রমন করতে চাই? যদি না চাই তবে কেনো সাইবারে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো? ভারত তো সাইবারে আমাদের আক্রমন করেনি! এর একটাই অর্থ থাকে - জামাত-শিবির-হিজুবতের মত ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় ভারত-বিদ্বেষের একটা টোটকা মন্ত্র আমাদের মুখে তুলে দেয় - ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঠিক তেমনই একটা ফসল। সাইবার যুদ্ধের বিরুদ্ধে আমার পরিস্কার অবস্থান। এধরণের যেকোন ধরণের পোস্ট এবং এর সমর্থক গোষ্ঠী প্রকারন্তরে জামাত-শিবির ও হিজবুতের ষড়যন্ত্রে নাম লেখাচ্ছেন। সাবধান। এধরণের যেকোন পোস্ট ও প্রচারণাকে তাৎক্ষণিকভাবে ব্যান করার জন্য তীব্র দাবী জানাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।