আমাদের কথা খুঁজে নিন

   

কিনেই ফেললাম একটা বাংলা লায়ন

কয়েকদিন আগে হেল্প চেয়ে পোস্ট দিয়েছিলাম। ভাইয়ারা সবাই যেটুকু পেরেছেন হেল্প করেছেন। সেদিন থেকেই ডিসিশন নিয়েছিলাম কিনব। মাঝে দাম বাডার কারনে কয়েক দিন পরে কিনলাম। আমার বাসা নিকুন্জে।

৩ বছর যাবত ব্রডব্যন্ড ইউজ করি। ৬০০ টাকার লাইন ইউজ করতাম । স্পিড পেত ১৫-১৬। (মাঝে মাঝে আইপি চুরি করে ৫১২ চালাতাম ) কিন্তু এসব এখন আর ভাল লাগে না। আগে ব্রাউজ করতে গিয়ে অযথা টাইম নষ্ট করতাম।

এখন দেখি কিছু দেবার আগেই খুলে যায় যদিও এখন ৪.৫ জিবি সাফারি নিয়েছি। জানি বেশি ডাউনলোড করতে পারব না। করবও না। কারন আমার বাসার বাকি ৩ জনই ব্রডব্যন্ড ব্যবহার করেন। তাই মুভি তারাই ডাউনলোড করবেন।

তাই সব মিলিয়ে ভালই লাগছে। এখন ডাউনলোড স্পীড ৭০- ১০০ কিলোবাইট পাচ্ছে। জানি না কত দিন এমন থাকে। আরেকটি জিনিস ভাল লাগল যে লিমিট শেষ হবার পর প্রতু মেগাবাইট .১৫ পয়সা করে কাটবে। যেখানে জিপি হারামি ৩ মেগার দাম রাখে ৯ টাকা + ভ্যাট।

ভাইয়ারা মাইন করবেন না। আমি মনে হয় একটু বেশি বাংলা লায়নের পক্ষ নিয়েছি যাই হোক দেখি বিলাই কেমন সার্ভিস দেয় । (মডেম কিনতে গিয়ে "ওলো " র ডিস্ট্রিবিউটর আমার বাসার ঠিকনা নিল ইচ্ছা করে দেই নি। আমার বাসার বাকি তিন জনকে নাকি সে ওলোর উপকারিতা সম্পর্কে বুঝাতে আসবে। জানি না তারা জানতে পারলে আমার কপালে কি আছে )  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.