আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
জীবনের অনেক বড় একটা স্বপ্ন পুরণ হলো .......
সত্যিই আমি আজ অসম্ভব আনন্দিত ,,,,,,,,,
২০১০ সালের শুরু থেকেই যেন একটা খারাপ হাওয়া আমার পাশে বয়েই চলছিলো .... সব আশা , ভরষা , পরিকল্পনাতে কোথা থেকে যেন ছাই ছিটিয়ে দিচ্ছিলো অজানা অদেখা কেউ ...।
হয়তো এই সালের অন্তিম সময়ে এসে এতটা আনন্দ অপেক্ষা করছিলো বলেই শুরু থেকে একটা না একটা সমস্যা লেগেই থাকতো ...।
যায় হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ......
অবশেষে জীবনের প্রথম ডিজিটাল এস.এল.আর ক্যামেরা কিনে ফেললাম নিজের জন্য .....।
এখনই ছবি তোলা শুরু করলেও আপলোড করছি না । কারণ হলো প্রপ্র্যাক্টিস চলছে ।
০১-০১-২০১১ থেকে শুরু হবে আশা করি আমার প্রথম পদযাত্রা ।
স্বপ্ন আমার আরও বড় । আমি বাংলাদেশের একজন পরিচিত ফটোগ্রাফার হতে চায় ।
এবং আমি তা হবই ..... যদি বেঁচে থাকি ......।
সবাই আমার জন্য দোয়া করবেন ........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।