বাঙলা কবিতা বিপুল এক মৃত্যু আর তিন ফোঁটা জল ----------------------- ১০ ফেব্রুয়ারি, ২০১২ ----------------------- আমার এ পুরাতন মন জুড়ে সারাক্ষণ অচেনা একজন দূরে, বহু দূরে... আকাশের রঙের মতন; নিঃশ্বাসে-প্রশ্বাসে সেই উপস্থিতি টের পাই তবু সেই অদৃশ্য বরণ থাকে অদেখাই... বাতাসের ধাঁধা___ তার মন? সেই সঞ্চালন তার থামে যদি এ দেহ, হৃদয়-নদী হারাবে গড়ন, ...হৃতস্পন্দন! ---- দুই. ---- ব্যাখ্যাতীত যন্ত্রণায় সঙ্গী হবো আহত, বিব্রত মনোভঙ্গি হবো__ লুকিয়ো না বাতাস-বাহিত দুটি হাত দেহে না, হৃদয়-ঘাসে আজও ফিরে ফিরে আসে রবাহূত ঘাসফড়িংয়েরই দুটি পা এসে, একা ফিরে যায়.. কোনও হৃদয়ের সাথে করে না সংঘাত দিন যায়.. পৃথিবীতে নামে আজও অজস্রের রাত অসংখ্য ফোরাত! ----- তিন. ----- অশ্রু আর নেই চোখে তবু কেঁদো, যে বাঁধ ভেঙেছো, তাকে জলে বেঁধো! সেই স্রোতই টেনে নেবে সঠিকের দিকে; পুবে তো নবীন দিন অথচ এ আলো হবে ফিকে... সন্ধ্যায় বলে দিও হৃদয়ের শেষ বাতিটিকে সে যেন সমস্ত রাত জেগে থাকে আর জীবনের এই মৃদু করুণাকে দুচোখের জলরঙে আঁকে যতটুকু সাধ্য আঁকবার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।