আমাদের কথা খুঁজে নিন

   

বিপুল ভোটে জয়ী দুর্জয়

ক্রীড়া প্রতিবেদক

নির্বাচন কমিশনার আবদুর রহমান যখন ভোট গণনা শুরু করবেন, তখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের কনফারেন্স রুমে উপস্থিত মাত্র দুজন প্রার্থী। ক্যাটাগরি 'সি'র খালেদ মাহমুদ সুজন ও গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাটাগরি 'এ'র ঢাকা বিভাগের নাইমুর রহমান দুর্জয় তখন বাইরে। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ককে তার এক সুহৃদ ফোন করে জানান ভোট গণনা শুরুর কথা। গণনায় দেখা যায় ঢাকা বিভাগের কাস্টিং ১৭ ভোটের ১৬টিই পান দুর্জয়।

অর্থাৎ ঢাকা বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন দুর্জয়। ঢাকা বিভাগের আরেক পরিচালক নির্বাচিত হন মঞ্জুর কাদের ১৩ ভোট পেয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রাজশাহী বিভাগে। মাত্র ১ ভোটের ব্যবধানে জিতে রাজশাহীর পরিচালক হয়েছেন মো. সাইফুল আলম স্বপন। ক্যাটাগরি 'সি'তে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

তিনি হারান জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। নির্বাচনে দুর্জয় জিতবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, জানা ছিল সবারই। তবে সবার নজর ছিল ক্যাটাগরি 'সি'র দিকে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই সাবেক অধিনায়ক সুজন ও লিপু। সেখানে প্রথমে বড় ব্যবধানে এগিয়েছিলেন লিপু।

এই ক্যাটাগরির কাউন্সিলর ৪৫। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড নাম না দেওয়ায় ভোট দাঁড়ায় ৪৪-এ। অধিনায়ক ক্যাটাগরির কাউন্সিলর রকিবুল হাসান হজ করতে দেশের বাইরে থাকায় গতকাল ভোট পড়ে ৪৩টি। গণনার সময় প্রথম ৬ ভোট পান লিপু। তখন মনে হচ্ছিল আবারও পরিচালক নির্বাচিত হচ্ছেন লিপু।

কিন্তু সময় যত গড়িয়েছে, ততই প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকে এবং এবং শেষ পর্যন্ত ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন ১৯৯৯ সালে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের নায়ক সুজন। লিপু ভোট পেয়েছেন ১৮টি।

এনএসসির কোটার তিন পরিচালক বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও মুহাম্মদ ইসমাইল হায়দার মলি্লক। আজ বিকালে বিসিবির সভাপতি পদে নির্বাচন হবে। নির্বাচন সফলভাবে সমাপ্ত হওয়ায় নির্বাচন কমিশনার সন্তোষ প্রকাশ করেছেন, 'অনেকেই বলেছিলেন নির্বাচন একপেশে হবে।

কিন্তু নির্বাচন ভালো হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট। '

নির্বাচিত পরিচালক

ক্যাটাগরি 'এ' : নাইমুর রহমান দুর্জয়, মঞ্জুর কাদের, আকরাম খান, আ জ ম নাসির, সাইফুল ইসলাম স্বপন, শেখ সোহেল, কাজী এনাম আহমেদ, শফিউল আলম নাদেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও এম এ আওয়াল ভুলু।

ক্যাটাগরি 'বি' : মাহাবুবুল আনাম, আফজাল-উর-রহমান সিনহা, মোহাম্মদ জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, আহমেদ ইকবাল হাসান, লোকমান হোসেন ভুঁইয়া, হানিফ ভুঁইয়া, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, নজিব আহমেদ, তানজিল চৌধুরী, শওকত আজিজ, নাজমুল করিম টিংকু।

ক্যাটাগরি 'সি' : খালেদ মাহমুদ সুজন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.