মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা ।
জল কান্না নয়
বাতাস ভালোবাসার দিনে
আমি দিকে দিকে হারাই সবুজ মাঠে অথবা মরুভুমিতে
আমার স্বপ্নেরা প্রান্ত খোঁজে আশা নিয়ে
সবুজ ঘাসে স্নিগ্ধ ছোঁয়ায় আমি হারাই বাতাসে, বাতাস আমায় খুঁজে নেয় ।
পূর্ব-পশ্চিমে অতীত আর আমার সব কথাগুলো মিথ্যে নয়
সব ভুলগুলোও মিথ্যে নয় ।
নির্ভার প্রকৃতির খোঁজে ভারাক্রান্ত পথিক, ধুলো আর ধুলোমাখা পথ
স্নিগ্ধ সবুজ ঘাসে কয়েক ফোঁটা শিশির বিন্দু
আর পরীদের অভ্যর্থনায় আমি সিক্ত
আবারও বাতাস আমায় খুঁজে নেয় ।
লাল নীল আর কান্নার রঙে আমার স্বপ্ন জাগে
পথচারীরা স্বপ্ন কুড়ায়, ঝুড়ি ভরে ।
আমি মূর্তি পুঁজারি তোমার মূর্তিতে উপাসনা করি
আমার স্বপ্নেরা উপাসনা করে আমার মূর্তি
দূরের আলোয় প্রজাপতির ডানা
তুমি প্রজাপতি আমার স্বপ্নে, আমি পূঁজারী ।
ভয়হীন রক্তে আমিও লাল, শঙ্কাহীন রক্তেও
আর মুক্তির মিছিলে আমার স্বপ্নেরা বিরামহীন মুক্তি চাই মুক্তি চাই !
তালপাখার বাতাসে আমার ভাবনা, স্বপ্নরা স্বপ্নই খোঁজে ভীতুরা মুক্তি ।
উৎস আর উৎপত্তি, তোমার আমার স্বপ্নের সীমানাহীন বিচরন
মাঠ, ঘাট প্রান্তরে স্বপ্নের চাষাবাদ ।
সূর্য্য কিরণে পথ আগলে থাকা বট বৃক্ষ
প্রশান্তি আমার না, তোমার প্রয়োজনীয়তা
সরে দাঁড়াও, আমি ঠিকই বেঁচে থাকবো;
স্বপ্নরা বাঁচিয়ে রাখে আর আমিতো স্বপ্নচাষী, নিরন্তর স্বপ্ন আবাদ করি ।
নীলমেঘ অথবা সাদাপরী, সোনাবীজ অথবা ধুলোবালি ছাই
না আমি প্রজাপতি চাই, বিষন্ন আমার মন রাঙাবে প্রজাপতির রঙে
আমার স্বপ্নের রঙ প্রজাপতির ডানায়,
পূর্ব-পশ্চিমে অতীত আর আমার সব কথাগুলো মিথ্যে নয়
যদিও বিশ্বাসঘাতক আমি, বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক সবাই
আমার স্বপ্নগুলো মিথ্যে নয়, স্বপ্নের রঙটাও ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।