আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনী স্বপ্ন...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! একেকটা বইয়ের পাতা রাজহাসের ডানার মত সুন্দর। একদিন চন্দ্রহারা এক মানবী স্বপ্নে দেখে রাজহাসের ডানা। সেই রাতে ডানা হয়ে যায় বইয়ের মলাট। মলাটের ভেতরে অক্ষরে আঁকা হৃৎপিন্ড! সাদা কালো মন। নদী থেকে উঠে আসে একাকি এক মানবী।

আংগুলে লুডুর গুটি। হবে কি হবেনা! এক নাকি ছয়! ভোরের আলোয় ছাপাখানার শব্দ ভেসে আসে। তখনো চুল ভেজা। গড়িয়ে পড়ে জল গুটেনবার্গের পাতায় ............... চন্দ্রহারা মানবীর চুল থেকে জল ঝরে! মাহী ফ্লোরা। প্রচ্ছদ: মার্জিতা প্রিমা।

প্রকাশক: আড়িয়াল। মূল্য: ৮০ টাকা । পাওয়া যাবে : পরবাসী স্টলে। বইটি মেলায়। আমার প্রথম পান্ডুলিপি ছিল এটি।

অনেক বেশি মমতার! ৫৮ টি টুকরো কবিতা আছে বইটিতে! ৬৪ পৃষ্ঠার বই। পরবাসীর স্টল নং ৩১২-৩১৩-৩১৪। আর জল পড়ার কবিতাটি অনেক আগেই প্রিয় এই প্ল্যাটফর্মে প্রকাশ করেছিলাম। বই এর ভেতর ছাপা অক্ষরে দেখব এই অনুভূতিটাই অন্যরকম। সে এক আশ্চর্য জলপ্রপাত।

মাহী ফ্লোরা। প্রচ্ছদ: ছবি লেখা। প্রকাশক: ভনে প্রকাশ। মূল্য: ১০০ টাকা। পাওয়া যাবে: ভনে লিটলম্যাগের স্টলে।

বইমেলাতে ভনে লিটলম্যাগের স্টলে বইটি পাওয়া যাবে। এক ফর্মার বই। চার রঙের অলঙ্করণ। ১২০ গ্রাম আর্ট পেপারে ছাপা। ৩০০ গ্রাম কভার পেপার ব্যাক বাঁধাই।

স্পট লেমিনেশন করা। এইগুলা দেখলাম প্রকাশকের পোষ্টে লেখা আছে! বই আজ থেকেই মেলায়। আফসোস! আমি এখনো দেখতে পাইনাই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.