আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনী প্রলাপ বা প্রজ্ঞাপনী বিলাপ

লিলিপুটরা বড়ো হবে। এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি। যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।

তোমার নাম মফিজ, ভাড়া হইছে তিরিশ। তোমার বাড়ির পাশে পুকুর ঘাট সেইখানে জমছে শ্যাওলা।

তুমি সেইখানে প্রতিদিন শ্যাওলা দেখতে যাও। আসলে যাও শ্যাওলা রঙা শাড়ি পরা মেয়েটাকে দেখতে। পানির নিচে মাছের চোখ দেখতে নাকি দারুণ। কার চোখ যে দারুণ, তা আর বলতে। তোমার নাম মফিজ, ভাড়া হইল তিরিশ।

তা তিরিশ না বত্রিশ সেটা কে বলতে পারে। বলতে পারতা যদি বাক্সটাতে কামের কিছু দেখতা। দেখো তো খালি অ্যাডের রংচড়ানো মডেল গুলারে। ভুল হইল, শুধু মডেল না। সাথে প্রগ্রামের আল্ট্রামডার্ণ হোস্ট।

আর সুন্দরী নিউজ প্রেজেন্টার। মামা, অনেক হইছে। এলা ক্ষান্ত দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.