আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশার অচলায়তন

অভাগা যেদিকে চায়...! নীড় হারা পাখী উদ্ভ্রান্ত, আকাশ ছোঁয়া প্রত্যাশা তবু, ক্লান্ত চোখে-মুখে, হবেই বা না কেন? সারাদিন উড়ে উড়ে, দিকভ্রান্ত, দু'ফোটা পানির আশায়, কিন্তু পানি কই? চত্তির মাস, খা খা প্রান্তর, সুদীর্ঘ আশার অচলায়তনে নীরিহ, নিষ্পাপ- পাখী দিক-বিদিগ ঘুরে ঘুরে, পিপাসার্ত। বুক ভরা আশা তবু, কিন্তু নিথর প্রকৃতি, একটু দয়া মায়া নাই, ডোবা, নালা শুকিয়ে সর্বশান্ত। মনে পড়ে, ঠিক এই মাসে দু'বছর আগে, ঠিক এই খানে ভেসে ভেসে সাদা মেঘের সাথে, অগ্রভাগে চক্ষু ছানাবড়া! পানি থৈ থৈ, টইটুম্বুর, সচ্ছ ডালিমের মত, এপাশে হাঁসা-হাঁসীর জলকেলি, আর ওপাশে চখা-আর চখী, উদবেলিত মৈথুনে রত, পরম্পরা। কোথায় সে জ্‌ল- উদ্ভ্রান্ত যৌবনা, কোথায় সে বন্ধু চখা প্রত্যাশা তবু নাহি ছাড়ে, নীড় হারা পাখী, মুক্ত যদিও এখন, খোলা প্রকৃতি তার সাথী সুরহারা অচলায়তনে, জীর্ণ-শীর্ণ, কষ্ট বেচার ভারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.