আমাদের কথা খুঁজে নিন

   

ওরা আমাদের প্রত্যাশার চাপ সামলাতে পারে না... আসুন তাই কিঞ্চিত প্রত্যাশার পাল্লাটা নামিয়ে রাখি...

everything is fair in love and war বাংলাদেশ দলের ওপর নাকি প্রত্যাশার চাপ বেশী থাকলে তারা খেলতেই পারে না ... অতীতে যার বহু উদাহারন দৃষ্ঠান্ত হিসাবে তারা রেখেছে... আসুন তাই কিঞ্চিত প্রত্যাশার পাল্লাটা নামিয়ে রাখি একটু পজেটিভ চিন্তা না করে নেগেটিভ চিন্তা করি... যদিও আমি মনে প্রানে চাই ওরা জিতুক... যে স্টেডিয়ামে খেলা হচ্ছে অর্থাৎ হারারে স্পোর্টস গ্রাউন্ড এখানে চতুর্থ ইনিংসে সবচেয়ে ৩১০ করে ম্যাচ জেতার রের্কড আছে পাকিস্তানের... জিম্বাবুয়েরই বিপক্ষে। তার পরের রানটা জিম্বাবুয়ের ২১০... সুতরাং যদি জিততে হই বাংলাদেশকে রেকর্ড করে ম্যাচ জিততে হবে... অন্য দিকে বাংলাদেসের ২য় ইনিংসে ব্যাট করে জেতার রেকর্ড সেন্ট ভিনসেন্টে তাতে তামিমের সেঞ্চুরির কল্যাণে ৩৪৫ রান করে ফিরে এসেছিল বাংলাদেশ। পরে টেস্টও জিতেছিল। কিন্তু যেখানে তামিম আউট আর ৫ম দিন ব্যাটিং এ বাংলাদেশ সেখানে কতটুকু প্রত্যাশা করা যাই তাও যদি ভাবি হাতে ৭ সাতটি ইউকেট দরকার ২৬৩ ব্যাপার হল বাংলাদেশ এর বাকি ৭ উইকেট হারাতে বেশী না ভাল ৫ অভার ই যথেষ্ঠ... যদিও আশার ফুল আশা দেখাচ্ছে , সাকিব মাহমুদুল্লাহ মুশফিক এর দিকে তাকিয়ে আছি...প্রত্যাশা নিয়ে... চাপটা বেশী হয়ে গেলে সামলাতে পারবেত ...। তবুও স্বপ্ন দেখতে নেই মানা.. কি বলেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.