ক্লাবে খুব দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন ব্রাজিল তারকা, নিজেকে করে তুলেছেন অপরিহার্য।
বার্সার ওয়েবসাইটে বলা হয়, এ মৌসুমে এখন পর্যন্ত তিনটি গোল করার পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেছেন নেইমার দা সিলভা।
২১ বছর বয়সী নেইমার বার্সেলোনায় আসার পর অনেকেই ভেবেছিলেন লা লিগা চ্যাম্পিয়নদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে অনেক সময় লাগবে তার। কোচ জেরার্দো মার্তিনোও তাই প্রথম দিকে বদলি হিসেবে অল্প সময়ই মাঠে নামিয়েছেন তাকে।
তবে নেইমার দ্রুত মানিয়ে নেয়ায় বার্সেলোনার চতুর্থ প্রতিযোগিতামূলক ম্যাচ সুপারকাপে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশেই স্থান পান নেইমার।
চার বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে নেইমাররের জুটি সফল হবে কি না তা নিয়েও সংশয় ছিল অনেকের। কিন্তু মাঠে দুই তারকার বোঝাপড়ায় সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে।
বাঁ উইং থেকে নেইমার গোল করা ছাড়াও মেসির বেশ কয়েকটি গোলে সহায়তা করেছেন। সঙ্গে পায়ের জাদুতে প্রতিপক্ষের রক্ষণভাগকে সবসময় ব্যতিব্যস্ত রেখেছেন। লিগে তাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩২ বার ফাউলের শিকার হয়েছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।