হয়তো এই দিন সেই দিন
রবে না
স্মৃতি গুলো হারিয়ে যাবে
বিস্মৃতির অতলে
হয়তো বা আকাশে আর নীলিমারা ভাসবে না
সাগরে নীল জল
হয়তো সাতরংগা রং ধুনুটি
হারিয়ে নীল
বিহব্বর শোকে মাতাল
সোয়ার বিহীন গোড়াটি একা দাড়িয়ে
লেম্পপোষ্টের আলো ধবধপে সাদা
হারিয়ে নিয়ন
দুঃখগুলো ভাষাহীন
যে কথা বলিতে ব্যাকুল
নিঃশব্ধরা মিছিল দিয়ে
বলে যাবে তোমার কর্নদ্বয়ে
মিছে মিছি স্বপ্নরা খেলা করত
নিভীর ঘুমে
কর্ম্যচাঞ্চলতার প্রতিটি প্রহর পেরিয়ে
যান্ত্রিক এই জগৎ যখন মুক্তি দিবে আমায়
তখন হয়তো
আবার দেখা হবে
পথের কোন বাকে
হাতে তোমার প্রিয় ফুল বেলী নিয়ে
যাকে ভাল বাসতে রংঙ্গে নয় সুভাসে
সেই দিন প্রত্যাশার ক্ষন শুণ্য কষবে
হিসাব হয়তো মিলবে না জানি
সহসা মিলার নয়
তরিগরিতে না সাঝে যমুনার জল
স্রোতের ধারা স্রোতেই মিলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।