আমাদের কথা খুঁজে নিন

   

^^^^^^ময়ূর পাখির কাহিনী^^^^^^

একটি ময়ূর পাখি নিজের সুন্দর মনোরম পুচ্ছগুলো ছিড়ে ফেলতে ছিল। জনৈক বিজ্ঞ, জ্ঞানী ব্যক্তি ঐ পথে গমন করতে ছিল। সে জানতে চাইল, ওহে ময়ূর! এমন সুন্দর পুচ্ছগুলো উপড়ায়ে ফেলে না শুকুরী করতেছো? ময়ূর বলল- তুমি কি দেখ নাই যে, সর্বদিক হতে শতশত বালা মুছিবত এই সুন্দর পুচ্ছ ও পালকগুলোর জন্য আমার দিকে ধাবিত হয়। অনেক সময় অত্যাচারী শিকারী এই পুচ্ছ ও পালকগুলোর লোভে, সবদিক দিয়ে ফাঁদ বিছায়। আমি যখন দিনের বেলায় এই ভাগ্যলিপি এবং বিপদ আপদ হতে রক্ষা করতে সক্ষম নই, তাই আমি নিজের পালকগুলোকে দূর করে দেই এবং নিজের চেহারা কদাকৃতি করে দেই; যাতে পাহাড়ে প্রান্তরে চিন্তামুক্ত হয়ে যাই।

কেননা, আমার নিকট পুচ্ছ ও পালকের হেফাজতের চেয়ে প্রাণের হেফাযত অধিক জরুরী ও গুরুত্বপূর্ণ। জীবনটাতো হেফাযতে থাকুক। দেহের মন্দাবস্থা প্রাণের তুলনায় অতিতুচ্ছ। আল্লাহওয়ালাগণ এজন্যই নিজেদেরকে খ্যাতি এবং মান সম্মান হতে দূরে সরিয়ে রাখেন। মাওলানা রুমী (রঃ) বলতেছেন- নিজেকে নাম নিশানা ও চিহ্নহীন বানিয়ে রাখ এবং অক্ষম ও মিসকীন অবস্থা বানাও।

যাতে তোমাকে খ্যাতি হতে দূরে রাখে। কেননা, খ্যাতির কারণে শান্তির আঁচল ছিন্ন-ভিন্ন হয়ে যায়। আর খ্যাতি বহু আপদ-বিপদ নিজের সাথে নিয়ে আসে। অবশ্য কোন কোন ক্ষেত্রে আল্লাহতা'য়ালা কোন কামেল লোককে মশহুর করেছেন, তবে আল্লাহতা'য়ালা তার হেফাযতও করেন। / গল্পটি মাছনবীয়ে রূমীর (রহঃ) ১০০ গল্পের ২য় খন্ড থেকে নেয়া।

/ / Oronibd- অরণি বিডি । একটি অনলাইন পত্রিকা যা সবার জন্য উন্মুক্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।