আমাদের কথা খুঁজে নিন

   

ময়ূর পর্ব- এক

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সারাটা দুপুর ডাহুকের খাঁচা থেকে পায়রার খাঁচার সামনে দিয়ে ঘুরে এসে অকস্মাৎ ময়ূরের খাঁচার সামনে দাঁড়িয়ে পড়েছি। স্থানু, আত্মমগ্ন শতশত ময়ূর ছড়িয়ে রয়েছে গাছে, ঘাসে, বিকেলের কার্নিশে। নিখিল দুপুর জুড়ে ময়ূর ময়ূর বলে তোকে না ওই পাখিকূলকে জাগাতে চেয়েছি_ মেঘেরা জানে না। তাই বৃষ্টির জন্য এই অধীর প্রাণপাত। বৃষ্টিপাতের পূর্বাহ্নে মানুষের ভেতরের ময়ূর জেগে ওঠে_ ক্রমান্বয়ে নেচে যায়, জোৎস্নায়। ময়ূরকে ময়ূর না ডেকে তাই বৃষ্টির দোহাই গেয়ে বসে আছি। প্রসঙ্গত জানাই, ঠিক একই কারণে পৃথিবীর কবিতায় ময়ূর অনুল্লেখ্য থেকে গেল বৃষ্টিপাতের তুলনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।