আমাদের কথা খুঁজে নিন

   

ময়ূর পর্ব -চার

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

অবশ্য নারীদের কথা আলাদা। তারা ময়ূরের পেখম বিবিধ পাখির পালকের সাথে মাথায় গুঁজে নিয়েছে বহুকাল, নৃত্যের রীতি অনুসারে। কেননা জোৎস্নায় নৃত্যরত বহুবর্ণিল আভার নাম ময়ূর। কোনো নৃত্যপর নারীর চুল থেকে খসে গিয়ে আজও কয়েকটি পেখম দরবারের জাজিমে পড়ে আছে, জলসাঘরের অশ্রুত কান্না, ঘাম, ঠাঁট আর সৌগন্ধ নিয়ে ইতিহাসের বাইরে ময়ূরের মতো গুম হয়ে আছে। একাকী একটি পালক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।