আমাদের কথা খুঁজে নিন

   

ময়ূর পর্ব- পাঁচ

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

'ময়ূর একটি বিশেষ ভাবুক প্রক্রিয়ার মধ্যে নাচে।' অনিলা স্মরণে, কমলকুমার মজুমদার অথবা ধরো, ময়ূর, তুমিই সেই ময়ূর মা ময়ূরের শুশ্রুষা থেকে পালিয়ে এসেছো এই অবাক শহরে ধোঁয়ময় আকাশকে ভাবছ মেঘ আর জুড়ে দিচ্ছ তোমার নাচ এই সন্ধ্যায়, কালো রাস্তার ওপর তোমার মিছিল। পালকে নেচে উঠছে আলো, সরকারী ফোয়ারা বেয়ে উঠছে জল। তোমার চারিধারে অবসন্ন, ক্লান্ত কোলাহল মোগল মিনিয়েচার থেকে প্রকাশ্যে ধুলোয় নেমেছ ধুলোস্নান করে তোমার পালক, শরীর আজ বৃষ্টির অপেক্ষায় জেগে আছে একথা গতকাল কাগজে পড়েছি নিত্যকার অভ্যাসমতো হেলাফেলা তোমার ছবির থেকে দৃষ্টি সরিয়ে বিখ্যাত নায়িকার ছবির মতো আরেক ছবির দিকে দৃষ্টিপাত করেছি গোপনে। যেন রোজ ময়ূরের ছবি ছাপা হয় পত্রিকার পাতায়, ডালে, বৃক্ষের ধূসর বল্কলে অথচ ভাবো, বাংলাদেশে ময়ূর ছিল না কোনো কালে ভারতের উত্তর থেকে কয়েকটি ময়ূর বেড়াতে এসেছিল শুধু ধর্মপালের আমলে। তারা ধানতে ভালোবেসে রয়ে গেল_ এখনও এই দেশে তুমি ছাড়া আর কোনো ময়ূর দেখিনি- নৃত্যরতা, একাকীত্বে বিভোর, গুঞ্জরিত, প্রাণপণ বৃষ্টির অপেক্ষায় জেগে আছো_ এই ধুলোয় ধুলোয় ধরো, তুমিই সেই ময়ূর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।