আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজি বাংলার মুখ

শখ হল তাই ব্লগ লিখি... তোমাকে খুজিয়াছি আমি রক্ত জবার লাল পাপড়িতে কিংবা বেলি ফুলের কলি, আকাশের নীলিমায় তারকারাজির অন্তরীক্ষে মেঘের অন্তরালে অঞ্জলি পড়া সপ্তর্ষি মণ্ডলী। নীল দিগন্তের আকাশ ছোঁয়া মাটি উরন্ত সাদা বকের ভীড়ে, ধান-শালিক আর টিয়া পাখির মেলায় তোমাকে খুজিয়াছি আমি ধানের শীষের সুক্ষ্ম শিশির কনায়। নদীর ঢেউয়ে হাঁসের কোলাহলে রুই, ইলিশ আর কাতলা মাছের জলে, হয়তো উঠবে তুমি লাল শাড়ি পড়ে গাঁয়ের বধূ গোসল সেরে নদীর ঘোলা জলে। তোমাকে খুজিয়াছি আমি চলন্ত ষ্টীমারের পশ্চাতে যেমনি গাংচিল তার আহার খুঁজে বেড়ায়, অথৈ সমুদ্রে মাছ ধরা জেলের ছোট্ট নৌকায়। সুন্দর বনের রয়েল বেঙ্গল কিংবা বনের রাজা সিংহ মামার দেশে, হয়তো তোমায় খুঁজে পাবো পাহাড়ের উঁচু ঢিবিতে সমুদ্রের অথৈ তলদেশে। তোমাকে খুজিয়াছি আমি তালপত্রের ছায়া তলে ক্লান্ত পথিকের মাঝে, গ্রীষ্মের প্রখর রোদ্রে তপ্ত বালুকণায় ছুটন্ত গরুর গাড়িতে নূতন কনে সাঁজে। পর্বত শৃঙ্গের গিরি পথ ছুঁয়ে ঝর্না ধারায় ঝরা বাদলের মাঝে, তোমাকে খুজিতে চলেছি আমি আগাম নূতন প্রজন্মের কাছে। ------মোঃ মজিবুর রহমান (সাগর)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।