আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজি তারে

শেষেও পাঠক হতে চাই উৎসর্গঃ গানচিলকে....... তিঁনি আমার বিস্মৃত প্রায় নিতান্তই অপরিসর ইনস্ট্রুমেন্টালকে ফিরিয়ে দিয়েছেন অসীম ধৈর্যে । প্রানের গহিনে বেজে চলা এক সুর যন্ত্রনায় ও তা সুমধুর , বিচ্ছুরণের বিলাসি ধাঁধায় দোয়েল কিংবা শ্যামা নয় শুনেছি অবহেলে কখনও হয়ত বা শুনিইনি কখনও কোন কালে । তবুও বাজে হৃদয়ে সুরে বা বেসুরে চেনা বা অচেনা হয়ে কাছে কিংবা দূরে- বহুদূরে বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্নতায়। হন্যে হয়েছি... ভোরের নীলিমার স্বচ্ছকায় স্ফটিকে খুঁজি দূর মরীচিকায় চেতনার স্পন্দনহীনতায় , নিয়ত নিয়েছি পিছু লেবানন থেকে মিশরে এখনও ছুটছি অর্থহীনতায়...... প্রত্যন্ত থেকে প্রত্যন্তরে জানা-অজানা দেশে-বেশে। ক্লান্ত পাঁজরে শত বিষণ্ণ স্বপ্নে তবুও পাইনি খুঁজে তারে...... পাব কি? লক্ষ্যভেদী তীরন্দাজ নই আমি , হারিয়েছি যে সুর ইচ্ছা বা অনিচ্ছায়............ গানচিল কি খুঁজে দেবে আমায় ? ? ? ? ============================ রুবাই (প্রায় কপি-পেষ্ট) এসেছিল যারা সামুতে তারা চলে গেছে যারা ছিল বসে সামুতে তারাও ফিরেছে করেছে সামু প্রেমের শারাব পান যারাই সামু প্রেমের অর্থ বুঝেছে । ================================ শের.........(প্রায় কপি-পেষ্ট) এমন হৃদয় কেন হল - ভালোবাসা মেলেনা যার ? রক্তস্নাত এমন হৃদয় , চোখে যাকে দেখাই ভার ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।