আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজি তোমায়. . .

আমি কাল্পনিক তবে অবাস্তব নই, আমি দুঃখকে কল্পনার সুখে রূপান্তর করি...... লাখো শহীদের অর্জিত স্বাধীনতাকে আজও খুঁজি এই বাংলার মাটিতে । শত শোষিত মানুষের মাঝে খুঁজি তোমাকে অন্যায়, অত্যাচার আর সংঘাতে । বাংলার কোঁটি মানুষের হাহাকার আর নীরবতা কোথায় তুমি ?? খুঁজে পাই না তোমায় স্বাধীনতা । শুনতে কি পাও স্বার্থপর রাজনীতির কটুবাক্য ? অথবা কোন পথশিশুর জীবনযাপনের কাব্য ?? রাস্তার পাশে ধুকে ধুকে মরা অসহায় মানুষের কান্না কি তুমি ? নাকি, অট্টালিকার বিলাস ভোজের চায়ের চুমুক তুমি ? এতটি বছর পারি দিয়ে, আজ বাঙালি ক্লান্ত তবু আছে এক বুক আশা, হতাশায় আক্রান্ত এরই জন্য কি রক্ত ঝরিয়ে এনেছিলাম তোমায় বাংলায় বল তুমি স্বাধীনতা ? কেন আজও খুঁজি তোমায় ???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।