আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজি তোমাকে খুঁজি

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

১৭.০৫.০৭ দেহের মীমাংসা দেহ দিয়ে হয় অনেকেই একে রিরংসা ও কয় যখন বুঝিনি মনের ভাষা অস্তিত্ব তখন ছিলাম ভালো, এ কি সত্য? এখন মন জানি মন বুঝি রিপুর তৃপ্তির চাইতে বেশি খুঁজি কথা বলে ভালো লাগা শব্দে শব্দে সেতু বাঁধা জীবনানন্দের `বোধ' মাথা জুড়ে কি স্বস্তি পাবা দেহ খুঁড়ে? 'মন' চাই মনের মতো, উদ্ধত-অবনত নারী বা পুরুষ যে বুঝবে উল্লাস ক্ষত সমান করে নেবে ব্যথা আনন্দের ভাগ তার জন্যে বসে আছি, মেলে বোধের প্রাণ পরাগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।