আমাদের কথা খুঁজে নিন

   

কিছু স্বপ্ন

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারি পাইকারি বেবসায়ি , ধর্ম বেবসায়ি সবাইকে বর্জন করুন , নিজে বাঁচুন দেশটাকে বাঁচান স্কুল এ থাকতে খুব ইতিহাসের বই পড়তাম , ইতিহাস আর গোয়েন্দা কাহিনী ছিল চোখ বুজে ভালবাসার মত ব্যাপার ... ইতিহাসের বিখ্যাত মানুষেরা খুব ভাবাত , মনে হইত অদের মত হইতে পারতাম ... সবচেয়ে বেসি প্রভাব ছিল ভারতীও উপমহাদেশের মুসলিম বিজয়ীরা , সবচেয়ে পছন্দের এখনো , ইখতিয়ার উদ্দিন মহাম্মাদ বখতিয়ার খিলজি ... তার নামেও উদ্দিন আছে আমাদের বংশেও উদ্দিন , তাই ভাবতাম ছেলে হইলে নাম রাখব ইখতিয়ার উদ্দিন আহমেদ । মাঝে মাঝে মজা করে আত্মীয় দের বলতাম নামটার কথা , সবাই কইত এইটা কি নাম, নামের কি ছিরি এই টাইপ কথা :p ... মাঝে মাঝে যখন কাজ কাম থাকেনা একা একা শুয়ে থাকি সেসব দিনের কথা ভাবি আর মনে হয় জীবনে যে কয়টা কাজের কাজ করসিলাম তার মধ্যে একটা এই নাম রাখা , ছেলে হইলে আর ভাবাভাবির অথবা সবাইরে বলা একটা নাম রাইখা দেন এতকিছুর দরকার নাই , যা করার আমি স্কুল জীবনেই করে রাখসি !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.