আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধা!!

তিরোধানের যখন শেষ সময়, তখনই তোমার আবির্ভাব যেই আমি কখনো কারো প্রভাব চাই নি, সেই আমিই বোধ করছি তোমার অভাব। বলে রাখা ভালো, আমি সাইক্লোন নই, নই বিদ্রোহী কিংবা দুর্ধর্ষ তবু সেই আমি অস্থির শুধু পেতে চাই ক্ষণিকের স্পর্শ। শেষ রাতে তন্দ্রামত এসেছিল, তাই এসব হাবিজাবি লিখছি। একথা তো মিথ্যে নয়, তোমায় আমি খুঁজছি। অনুভুতির ডগাটা যদি ধারালো হত,কবেই মরে যেতাম। তোমায় দেখার পর মনে হতো, ইশশ!! আমি যদি কবি হতাম! দ্বিধাযুক্ত ভাবনায় আছি,কেউ চলে গেলে,মরে গেলে,হারিয়ে গেলে কি যান্ত্রিকতার পরিবর্তন হয় ? ভয় পেও না-কবি তো বলেছেন, “ চলে যাওয়া মানেই প্রস্থান নয়” .........।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।