আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধা

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! তুমি আর প্রেম ১। তোমাকে ডাকলেই একটা পাতা খুলে যায়। বললে , চললে, করলে একটা একটা করে! তুমি কবিতা দেখালে অথবা বিকেলে স্বপ্ন একটা একটা করে পাতা। খুলে যায় খোঁপার মতন! ২. হাতের তালুতে অনেক রেখা। মেঘের রেখা ভালো মাথার উপর থমকে গেলে রাত টেবিলবাতির আলো! বহুকাল ধরে পুড়ে পুড়ে চলা তারা এইতো তোমার পাশেই আঁচল, চিতল আনন্দেরা! ৩. এবারে খুব দ্রুত এল শীত প্রত্যেকটি রাত! এভাবে খুব দ্রুত মৃত্যু আসে তোমাকে জানাব বলে আনন্দেরা হাহুতাশ করে রাতদিন।

শুভরাত্রী লেখা একটি মেঘ কার্ডে বয়ে নিয়ে যায় শুভেচ্ছা। এক দেশ থেকে অন্য দেশে! তুমি অনেক দূরে থাকো। ৪ কোনো মানে নেই। এসব কান্না অর্থহীন! মায়াময় জানালাটা খোলা থাকে। শিশির ঢুকে যায় নিজের মনে করে।

যে চলে যায় সে ভাল থাকেনা। ৫ ও মধুবন তুমি না ডাকতেই আমি ছুটে ছুটে যাই একবার ডাকলে আনন্দে মরি এতবার ডেকেছো উত্তর দিতে পারিনি। আমার কথাটা ভাবোতো! বিজয়ের লাল ১. ছেলেটির বাড়ির উঠোনে একটি পায়রা ছেলেটির হাতে বেলুন। ছেলেটির স্বাধীন আনন্দ! ২. বিজয় আসছে। প্রতিদিন অনুশীলন উদযাপনের।

ক্লাসের বদলে ড্রাম নিয়ে ছোটাছুটি। লেফট রাইট লেফট! মেয়েরা বুনবে স্বপ্ন! হাতের কবজি দিয়ে বানানো ফুল। রঙীর শাড়ির পাড়ে বিজয় এনে স্টেজে ফুলঝুরি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ৩. স্পর্ধিত এক কিশোরী শাদা শাড়ীর খোলে নিজেকে মুড়িয়ে এনেছে।

রক্তরঙা আবেগ সূচক চিহ্ণ থাকে যার কপালে সে এনেছে অলৌকিক বাঁশির মত লগন! সে কান্নার গোলাপ। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সে পেল প্রথম পুরস্কার! ৪. সেই স্বপ্নরা ফিরে এল আবার! বাতাসে নিঃসঙ্গ বলে হেমন্ত তাকে ডাকে। বন্দী অসহায় বিবরের নীল বারংবার নিরঞ্জনা নদী জল ফুল আর -- স্বপ্নেরা ফিরে এলে আরেকবার বিজয়! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।