আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধা

mrchy_84@yahoo.com

হাজারো সম্ভাবনার মাঝে অস্পষ্টতা তোমার দু চোখে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো না পেয়েও পাওয়ার আনন্দে মেতে ওঠা তোমার মনের উন্মোক্ত প্রসারতা বারে বারে তোমারে কেবলি সম্মুখে নিয়ে চলে কিন্তু সবকিছু ছাপিয়ে তুমি পারো না হাত বারাতে কাঙ্খিত স্বপ্নের আহবানে সমুদ্রের জলে পা ভেজানোর ইচ্ছা তোমার বহুকালের, কিন্তু একি? সমুদ্রের পাড়ে দাড়িয়ে আজ দূর থেকেই কেন উপলব্ধি করার সেই চেষ্টা ভয় নেই তোমার, পা ভেজাও আমি তোমায় দিব না সমুদ্রের জলে ভেসে যেতে সমুদ্রের শক্তি যতই হোক না কেন, মনের শক্তির কাছে সে বরাবরই দূর্বল দূর আকাশে ডানা মেলে উড়ার স্বপ্ন সবসময়ই তোমায় তাড়া করে বেড়ায় কিন্তু ডানা মেলে আকাশের পানে ছুটে চলার সাহস তুমি যেন হারিয়েই ফেলেছো নীল আকাশের পানে ডানা মেলে উড়ার আনন্দ ঠিকই বুঝ তুমি তারপরেও কেন যেন পারনা আকাশের পানে ডানা মেলতে সবুজ পাহাড়ের চূড়ায় উঠার তিব্র আকাঙ্খা তোমায় অস্থির করে তুলে তবু সেই পাহাড়ে উঠতেই তোমার ভয়, যদি পা পিছলে যায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর অপার সৌন্দর্য অবলোকন করা কি তুমি বুঝ নাকি এত উঁচুতে দাঁড়িয়ে নিম্ন ভূমি দেখতেও তোমার ভয় তুমি হেঁটে চলেছ সম্মুখে কিন্তু বারে বারে ফিরে দেখ পিছপানে তোমার লক্ষ্য কি সামনে? না কি ফেলে এসেছ পিছনে? তাই যেন বুঝা হলোনা কাঙ্খিত বস্তু হাতে পেয়েও হাতছাড়া হয়ে যায় তাও তোমার বুঝা হয়না কেননা তুমি আজো জানোনা কিসে তোমার সুখ আর কিসেই বা বেঁদোনা তোমার চোখে কেবলি যেন অজানা এক ভীতি ভর করেছে সমুদ্রের জলে তাই আজ তুমি প্রাণের সঞ্চার খুঁজে পাওনা দূর আকাশের রঙিন স্বপ্ন তাই আজ তোমার কাছে অস্পষ্ট মনে হয় পাহাড়ের চূড়ায় উঠা তাই তোমার মনে হয় দূর্গম পথে যাত্রা তুমি স্বপ্ন দেখতে চাওনা তা কিন্তু নয়, তবুও অজানা এক সন্কা তোমার চাওয়া রঙিন স্বপ্নগুলো কেন বারে বারে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় কোন কিছু চাইলেই পাওয়া যেমন সহজতর নয় আবার সাবলীল গতিতেই কোন কিছু চাওয়াও কাঙ্খিত নয় যে সময় যাচ্ছে চলে তা কভু আসিবেনা ফিরে সম্মুখে চেয়ে থেকে আজকের ভাল লাগাকে হারিয়ে যেতে দিওনা তবুও তুমি আনমনে কি যেন ভাবছো, যেন এক অজানা ভীতি আমার হাতখানি ধরতে বুঝি তাই আজো এতো দ্বিধা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।