আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধা

আহসান জামান দরজায় দাঁড়িয়ে আছে বিষণ্ণতা জোছনার ম্লান সমাচার; যাপনের উল্টোরথে চড়ে কবেকার কষ্টরা করে আয়োজন আনমনে শ্রাবণ নামে চোখে। এভাবে অপেক্ষারা কখনও ডাকেনি আগে। সারাগায়ে হাহাকার শূন্যতার চাদর; খুললেই কুয়াশা মানুষ, জীর্ণতার মূর্ছনাঢল। যেখানেই চোখ রাখি পায়ে পায়ে জড়িয়ে ধরে স্মৃতির মৃণাল। গাছুঁয়ে দাঁড়িয়ে আছে গরম নিঃশ্বাস। হারাতে হারাতে; পাওয়ার আনন্দ ভুলে গেছি কবেই। সারামাঠে পৌষের আয়োজনে কবিগান বেদনা জাগায় মনে; এখন তৃণকে ডাকি ভাই বুকে জড়িয়ে কাঁদতেও করিনা দ্বিধা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।