ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে
আর পারিনা--চলতে চলতে
ক্লান্ত শ্রান্ত তবুও থামতে নেই
দিন নেই রাত নেই
অবিরাম চলা -- ।
যাব একটি গন্তব্য স্থলে
কবে পৌঁছতে পারব সেখানে
দ্বিধা সংশয় সর্বদা
হবে কি সেই গন্তব্য স্থলের দেখা??
না, তারপরও চলতে হয়
না চললে জীবন থেমে যাবে
তখন উপায় কি হবে?
যাব অজানা এক ভিন্ন পথে
তখন আর হবেনা সেই
গন্তব্য স্থলের দেখা ।
সঙ্গী, বন্ধু, আপনজন
কাউকে দেখিনা
তবে কি আমি অন্ধ??
না সবার আওয়াজ শুনি
দ্বিধা শুধু কাদের আওয়াজ শুনি আমি?
না কোন কিছু স্পষ্ট নয়
সংশয়, দ্বিধা
অবিরাম পথ চলা কেন আমার?
ক্লান্ত, তবুও পথ চলা ---
হায় এর শেষ কোথায়??
------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।