আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধা



"বাহির বলে দূরে থাকুক,ভেতর বলে আসুক না ভেতর বলে দূরে থাকুক,বাহির বলে আসুক না... প্রত্যেকটা মানুষই কখনও না কখনও কোন না কোন বিষয় নিয়ে দ্বিধার মধ্যে বসবাস করে । কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত অথবা কোনটা ভালো,এই সিদ্ধান্তহীনতার নামইতো দ্বিধা... আমিও অনেক সময় অনেক কিছু নিয়ে দ্বিধার মধ্যে পড়ে যাই,কিন্তু একটা বিষয় আছে আমার জীবনে ,যা কিনা সমস্ত দ্বিধা-দ্বন্দের বাইরে । "সজল" , আমার সমস্ত দ্বিধা-দ্বন্দের বাইরে,ওকে নিয়ে আমার মনে কোন দ্বিধা নেই,কারণ আমি জানি আমি ওকে কি ভীষন ভালোবাসি... আমার সমস্ত ভয় যে ওকে নিয়ে,কারণ আমার ধারণা ও খুব অস্থিরতায় ভোগে কোন সিদ্ধান্ত নেবার সময় । আমি আমার সজল কে সবসময় সুখী দেখতে চাই,ওর সুখের জন্য,ওর হাস্যজ্জল মুখটা দেখার জন্য আমি আমার হাসি,আনন্দ বির্সজন দিতে রাজি.... ও আমাকে নিয়ে হোক অথবা আমার কাছ থেকে দূরে যেয়েই হোক,ও যেভাবে থেকে সূখী হবে আমি তাতেই রাজি,এতে করে যদি আমাকে সারা জীবন কষ্টের সাগরে ভাসতেও হয় আমি তবুও রাজি...তবে আমি আমার সজল কে একটা জিনিস বুঝাতে পারছিনা যে জীবনটা গল্প উপন্যাসের মতো না,আর তাই জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়ার সময় সুস্থির মনে ভাবা উচিত । একটা ভূল সিদ্ধান্ত পুরো জীবনটা এলোমেলো করে দিতে পারে । আর কোন ভূল সিদ্ধান্তের কারণে আমার সজলকে আমি পরাজয়ী হিসেবে দেখতে চাইনা । আমার সজল জয়ী হবে জীবনের সব ভূলগুলো কে পরাজিত করে...কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে আমি ওর পাশে থাকবো ওর শক্তি হয়ে,কাছে-দূরে যেখানেই থাকি,আমার সমস্ত ভালোবাসা,শুভকামনা,প্রার্থনা থাকবে ওর পাশে ছায়ার মতো.......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।