আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধা

অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল!

তোমাকে ছাড়া আছি কেমন; জানো কি তাই... আর আমি নাই, আমি ভালো নাই। ভালো নাই তবু লিখি না তোনায়; জানো কি কেন... তুমি জানো সব, জানো এই আমায়। তুমি কি আসলেই জানো আমায়; জানি না আমি... কতটা জানাকে জানা বলে, সে জানো তুমি। আমাকে ছাড়া আছো কেমন; জানি কি আমি... জানি’ বলে দ্বিধা হয়, তবু বলি জানি আমি জানি। “১২ই জুন, রাত ১২টা ১২ মিনিট নিকোসিয়া, সাইপ্রাস”


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।