সাপের মাথা যে দিকে যায়, তার লেজও নাকি যায় সেই দিকে! প্রথম খাটি সত্য কথা শুনলাম সড়াসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পবিত্র মূখ-মোবারক থেকে। কত সত্য আর গ্রহণযোগ্য তা রিপোর্টারের ভংগী থেকেই বুঝা যাচ্ছে! এবার তারও চেয়ে খাটি সত্য কথা বেড়ুচ্ছে আমাদের আওয়ামী বাংলাদেশের সব চাইতে প্রিয় পুলিশ অফিসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদের পবিত্র মূখ মোবারক থেকে। কত খাটি সত্য কথা তা পাশে বসা জিয়াউল আহসান ও কর্নেল এহিয়া আজমের মূখ-ভংগী থেকেই আমরা সাধারণরা বুঝতে পারছি। তাই না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।