আমাদের কথা খুঁজে নিন

   

মৌনতা

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । মৌনতা- রয়েছে আমায় ঘিরে নস্টালজিয়াকে রেখে পারছিনা আসতে ফিরে । আফ্রোদিতির মত স্বপ্নেরা কেবলই আমাকে দিচ্ছে তাড়া সবাই চলে গেছে কাছে ছিল যারা । আমিতো বিন্দু হয়ে বাচতে চেয়েছি কেবলই একটি বিন্দু যার কোন ব্যাস নেই শুধু নিজেকে নিয়ে নিজেই । তবে কেন শনির বলয়ের মতো আমায় রেখেছিলে ঘিরে ? আবার কেনই বা ছেড়ে চলে গেলে দুরে, বহুদুরে- ধূমকেতুর মত এসেছিলে কেন ধ্রূবতারা হয়ে আসনি? আবার চলে যাবে- কেন একটি বার ও বলনি? একা একা খুজছি পথ হয়ে জীবনে পরাজিত- সবকিছু ফেলে তাই, বলছি- মৌনতা, তোমায় স্বাগত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।