সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে
মৌনতা হনন
বিমান বন্দরেরও একটা পরিমিতি আছে কোথাও।
নৌকো বিদ্যা সমেত মেখলা মরে গেলে
একদিন চোখে পড়ে যাবে সব
পাখিদের প্রতিলিপি
আমাদের জানা হবে
উড্ডয়নের সমস্ত কৌশল
শূন্য থেকে ততোধিক শূন্যে
বিপুল হয়ে উঠবে একেকটা মৌনতা হনন।
পতঙ্গ ঘুমের ক্যাম্পেইন তুমি।
রানওয়ে জুড়ে পড়ে থেকো পতঙ্গের মতন।
-----------------------------------------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।