আমাদের কথা খুঁজে নিন

   

মৌনতা



কেন মৌনতা ছড়াও -আজম মিজান বুকের গভীরে; হৃদয় উপত্যকায় আগুন জ্বলছে তোমার অথচ মুখের আদলে কী প্রয়োজনে মৌনতা ছড়াও বার বার? স্বপ্নের রঙিন করিডোরে যে প্রাণে মিশে হয়ে যাও একাকার প্রাত: সূর্যের দহনে কেন সে স্বপ্নেরে করো ছারখার? অনন্তকাল যে ছবি তুমি এঁকেছ হৃদয়ের ক্যানভাসে তার প্রতি তুমি উদাসিন হয়ে মরে যেতে চাও কেন অবশেষে? প্রেমের প্রদীপ জ্বালিয়েছো যার হৃদয়ের মাঝারে কোন ধ্যানে হায় প্রেমের প্রদীপ নিভিয়ে দিতে চাও এক ফুঁৎকারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।