আবার কবে আসবে সেই দিন ? যেদিন কষ্টের সাগর হবে শান্ত, ধীর। পালতোলা প্রেমের সাম্পান ভেসে বেড়াবে তার বুকে ; বেহালার সুরে সুরে দোলখাবে সাম্পান । আকাশপানে চেয়ে রব তুমি-আমি; জোৎস্না থাকবে , স্বপ্ন থাকবে। ভালবাসার বৃষ্টি নামবে যখন তখন। তীব্র শীতের সকালের কুয়াশা ভেদ করে হেঁটে যাবো তুমি, আমি ; নিশ্চুপ রাস্তা, আর আমাদের মৌনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।